কাব্য প্রবন্ধ
যৌনতাই কি জীবন ?
শ্যামল সোম
পরস্পর মৌন সম্মতি চোখের ইশারায়
ঐ ডাকা আহবান পরস্পরে সীমানায়
বর্ণ জাত ধর্ম কর্ম আভিজাত্য কৃষ্টি ও
সংস্কৃতি ধর্মীয় রীতিনীতি বৈপরীত্যময় ।
সমাজের সব অনুশাসন সাংসারিক মায়া
স্নেহ মমতা,বাৎসল্য, দাম্পত্য মায়াবী মন
প্রেম ভালোবাসা পারিবারিক সবার সম্ভ্রম।
এই সাম্প্রতিক সামাজিক অবক্ষয়ে সংক্রান্ত,
দিন দিন প্রতিদিন প্রতি নিয়ত কামনায় ক্লান্ত
শত বিকৃত মনস্ক মানুষের সংখ্যা বাড়ছে এতই,
খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে যৌনতা শুধুই
যৌনতাই ধর্ষকামী নরের অবচেতন মনবাঞ্ছা,
ধর্ষিতা নারী কি ধর্ষনে খুঁজে পায় শীর্ষ সে সুখ ?
অলীক কল্পনা অচিন পাখি ডানা মেলে উড়ে
যাওয়ার দূরে উন্মুক্ত নীল আকাশে সাদা মেঘে
মেঘ বালিকা ঝাঁপিয়ে পড়ছে আকাশের বুকে।
প্রেমিকের হাত ধরে সকল বন্ধন আপন সন্তান
বাপ মা স্বামী স্ত্রী নিজের নিজের গন্ডি পেরিয়ে
পরকীয়ায় এখন এসেছে প্রলয় প্লাবনে ভেসে যায়।
অতি সম্প্রতি মাদকের আসক্তি থেকে উদ্দাম নৃত্য
উচ্চ নাদে সঙ্গীত বাজনার তালে তালে যুগলে সিক্ত
ঘামে আলিঙ্গনে মূর্ত যৌবনের প্রারম্ভ সুখ স্রোতে
ভেসে যৌনতা প্রতীক এক আশ্চর্য প্রদীপ জ্বলছে
এ কোন অদ্ভুত আঁধারে আচ্ছন্ন কালের ধারায় চলেছে?