এই কি তবে ভালোবাসা ( তুমিই আমার অনুপ্রেরণা কৃতজ্ঞ থাকি )
শ্যামল সোম
ভালোবাসার রঙ বৃষ্টি ভেজা গোধূলির
রঙ এর আকাশের তলে নির্জন সৈকতে
পাশপাশি বসে, ফাগুনের প্রেমের বাতাসে
তোমার দুরন্ত রেশম চুল কপালে চোখে
আড় চোখে তোমাকে দেখি, তুমি হাঁটুর
উপরে থুতনি রেখে, দুরে সমুদ্রের ঢেউয়ের
ছুটে আসার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে।
হৃদয়ে টানে ঢেউয়েরা এসে ছূঁয়ে যায় নূপুর
তোমার পায়ে, গুঞ্জন জুড়ে থাকে প্রতিক্ষণ।
হঠাৎই ঢেউ থেকে, চোখে রাখো মায়া চোখ,
হাস্য উচ্ছল জ্বল জ্বল দৃষ্টিপাতে ভুলি শোক।
আমার সব দিন- ভালোবাসার দিন
গহীন মনের গোপনে থাকে;
বনানী বীথিকা অরণ্যে নিভৃতে
মনের মণি কোঠায় থাকে আমার প্রেম
প্রকাশ্যে নিছক হুজুগে মাতোয়ারা
সোচ্চার হই নাই কখনও বৃদ্ধ বৃক্ষ।
স্ফূর্তিতে উল্লাস রঙিন জলে টালমাটাল
পায়ে হাঁটি নি-- হাজার বছর ধরে হেঁটেছি
আমার তোমার সবার প্রিয় জীবনানন্দ
দাশের সাথে।
না সাঁতারে নয়, নৌকাতে কীর্তন খোলা নদী
বহমান উজান স্রোতে ভাসি বরিশালে
ভালোবেসে, এ বাংলা আমার জীবনানন্দ
শ্রাবণী তোমার এই মুহূর্তে এই লেখা খুবই প্রাসঙ্গিক
উষ্ণ অভিনন্দন শুভ কামনা রইল তোমার জন্য ।
No comments:
Post a Comment