Thursday, 9 February 2017

প্রেমের কবিতারা

আমার ভীষণ প্রিয় কবির শৈল্পিক
নান্দনিক কাব্যিক অপূর্ব বিন্যাস
মুগ্ধতার রেশ ধরেই  পলাশের রঙে
লেখা আগন্তুক  ফাল্গুনে।

ফিরছে ফাল্গুন

বাঁশিওয়ালা শ্যামল সোম

ফিরবে কি ফাল্গুনের কৃষ্ণচূড়ার
ডালে লালে লাল পলাশ
বৃদ্ধের এই জীবনের অন্তিম ক্ষণে,
শুনি নিজেরই দীর্ঘশ্বাস ।
তোমাদের মন্তব্য পড়ে আমার
নিজের নয়ন জলে ভেসে যাই
শেকড়ের সন্ধানে দেশে দেশে
দেশান্তরে, বাজিয়ে বাঁশি সেই,
ফেলা আসা সুরে এখন এই
অসময়ে বৃষ্টি ভেজা গোধূলির রঙ
রাঙা আকাশের তলে আমার সঙ্গে 
কৃষ্ণচূড়ার ডালে ডালে রক্ত  পলাশ
আমি রঞ্জন ফিরছি তোমার কাছে
তনু তুমি নন্দিনী, রক্তিম প্রেমের শ্বাস।

সত্যই  বিশ্বস্ত হও

শ্যামল  সোম

আমার প্রেমে কোন খাদ ছিলো
কিনা খুঁজে দেখো
আমার চিতার আগুনে 
আগুন নিভে গেলে
এ দেহে পোড়া ছাইয়ে।
তুমি কি ভাবে কত ভাবে এসে
যাচ্ছো আমার কবিতায়।
পাগলি তুই আমার রক্তের
শিরায় শিরায় বন্যপ্রেম,
সুতীক্ষ্ণ শানিত অস্ত্র বল্লমের
বিদ্ধ করো, গোলাপে কাঁটার
আঘাতে ক্ষতবিক্ষত দেহ মন
দংশনে চিঁড়ে দেইখেন হৃদয়।
তুমি মাফ করো পারছি না ভুলতে,
তুমি প্রেমাচ্ছন্ন তোমারই উষ্ণ স্পর্শে
প্রথম প্রেম মতই, তোমাকে ভোলা
এ তো নিজেকে ভুলে যাওয়া কি
পারি, নিজের দু চোখ উপড়ে ফেলি
পাগলি তোকে যতই ভুলতে যাই
ছায়া কুহকিনী মায়াবিনী দোহাই
এ ভাবে শঙ্খিনী সাপিনী পেঁচিয়ে
অজগর সাপ হয়ে গিলে ফেলায়,
আমি হারিয়ে আমার নিজস্ব সত্বা
চৈতন্য, ভালোমন্দ বোধহীন মূক
ও বধির নিষ্ঠুর, নির্লিপ্ত উদাসীন
বাউল, গৃহহীন শরণার্থী পলাতক
স্মৃতি তাড়িত প্রেমিকের খোঁজে
পাথর হাতে ছুটে আসছে ওরা
মন ভাল মনে ঈশ্বরের নাম স্তব
করি,কোন অধিকারে তোর কাছে
ফেরবার, ফিরতেই জবাই করতে
সততা সমূলে নির্মূল করেছে যারা
তারাই  আজ বলিয়াণ দৈত্য।

আজও কেন কাঁদে এ পরাণ

শ্যামল  সোম

শত সহস্র ভাষা সৈনিক স্মরণে বন্ধু
ক্ষমা করো মোরে  যদিও আমি বিদেশী তবু
শোকাচ্ছন্ন  মর্মাহত  একুশে কোন উল্লাস নয় -
আজ শপথ গ্রহণের দিন, ভুল লিখলে মাফ চাইছি।
1952 থেকে 1971 " আমাদের  সংগ্রাম চলছে
প্রয়োজন  হলে দেবো এক নদী রক্ত " কবির সে
আহ্বানে তিরিশ লক্ষ মানুষের আত্মবলিদান,
এক লক্ষ স্নেহময়ী জননীর  আত্মবিলাপ  আজও
শুনতে পাই, কান্না আমার হৃদয়ের ব্যথা নয়ন অশ্রু
জলে ভাসে, জ্বলে  আগুন লাগল প্রাণে দোলা।
আমি দেখিয়াছি বাংলা মায়ের লাবণ্যময় সে মুখ
মুগ্ধতার জানাবার ভাষাহীন শব্দের ব্যবহারে স্তম্ভিত।
আমি ধন্য ধন্য ধন্য ধন্য ধন্য ধন্য ধন্য ধন্য ধন্য আমি
মা মাগো জননী এ শরণার্থী বৃদ্ধের  প্রণাম নিও তুমি।

No comments:

Post a Comment