Thursday, 9 February 2017

আজও শরণার্থী আমি

  আজও  শরণার্থী আমি                                                    পারাপার   চলচ্চিত্র নাম ভূমিকায়  ও সৃজনে 

শ্যামল  সোম

মা মাগো  আমার বাংলা মায়ের কোল
ছাড়া হয়ে  শরণার্থীদের সাথে আশ্রয়ের
খোঁজে দেশভাগের দুঃখে নিরাশ্রয়  আমি
দ্বারে  দ্বারে ভিক্ষুকের মত দু মুঠো ভাত চাই
মাথা গোঁজার ছাউনি দেবে - কেউ কেউ কি নেই ?
মানবিকতা শুধুই কি একটি শব্দ অভিধানে শব্দ।
পরিবেশ দূষণে পাখিরা শরণার্থীদের সাথে দেশে
দেশান্তরে ফেরার, এ ফেরারী মন কেন কেন
ফেরে বারে বারে ভালোবাসে স্বপ্নের বাংলাদেশে ?
পলাতক শরণার্থী লক্ষ লক্ষ মানুষের হাহাকার
পৃথিবীর বিভিন্ন প্রান্ত জুড়ে শুনি আর্তনাদ ক্রন্দন।
মা  মাগো জননী মৃত্যুর আগে আর একবার দর্শন
দাও দাওয়াত  নাই বা  পেলাম  অনাহূতের আগমন।
মা আমি উনিশ 19 -2- 2017 তারিখে যাবো ঢাকায়
জানি বরণ ডালা মালা শঙ্খ ধ্বনি বাজবে  না মঙল
প্রদীপ জ্বালাতে কেউ কেউ আসবে না, তবু যাবো
শেকড়ের টান অনুভবে অনুরোরণ আলোড়িত মন।
প্রাপ্তি সাহিত্য- ---- বৃক্ষের মতো ডাল পালা মেলে বিস্তীর্ণ,
গত বছর যে গল্প সংকলনে আমার লেখা ♡♡ পারাপার ♡♡
ঐ গল্পের চলচ্চিত্রায়ান সংযোজনের কাজ
চলছে সম্ভবত  নিয়ে যেতে পারবো ঐ জন্য
দেরী  হচ্ছে। তোমার ও তোমাদের  সাফল্য  আমাকে মুগ্ধ  করে,
যে সন্মান পেয়েছি  কৃতজ্ঞ, জনে জনে সবাইর কাছে জননী।

No comments:

Post a Comment