Tuesday, 18 September 2018

বাদর্ধক্য এ প্রেম

বাদ্ধক্য এ প্রেম

শ্যামল সোম

কেন এমন হয় এই বৃদ্ধ
বয়সে এসে বুঝতে পারি
ভীষণ বিরক্ত করি মাফ
করে দিও গো পাগলামি
মাফ করে দিও গো প্লিজ।
কিছু মনে করো না, গো
তোমাকে এত  ভালোবেসে
অনেক আবোল তাবোল
লিয়ে যাই অসন্তুষ্ট হও,জানি,
তবু অবলীলায় সহ্য করো।
তোমার নেই তুলনা ওগো
তোমার কমল হৃদয়ে ঘ্রাণ
ভেসে আসে সুমধুর সুর
সানাইয়ের বেহাগ কলতানে
জুঁই ফুলের মতন স্নিগ্ধ মনে
শরীরের মাতাল সৌরভে !
পাছে লোকে কিছু গোপন
জানাজানি হয়ে যায় পাছে
বলে তাই দূরেদূর দিগন্তে
নীলিমায় নীল দিগন্তে প্রান্তরে
নীল সমুদ্র সৈকতে প্রতীক্ষায়।

শহর জঙ্গলে বসবাস

শহর জঙ্গলে বসবাস

শ্যামল সোম

এ শহর জঙ্গলে বসবাস জানোয়ারের সাথে
হিংস্র জানোয়ারের মত দংশনে ক্ষত বিক্ষত,
বৃদ্ধা জননী মাতৃযোনি রক্তাক্ত অবস্থায় পড়ে ,
আছে ঝুপড়িতে পাকা ইমারতের তেতলা ঘরে।
যৌন লালসার শিকার বৃদধা জননী কন্যা নারী
কর্মচারী কুমারী কিশোরী যুবতী বৃদ্ধা মুক বধির
অন্ধ মানসিক ভার সাম্য হীন অসুস্থা বোন নারী
রেহাই নেই নারী শিশু নিগ্রহে সামাজিক অবক্ষয়ে,
রসাতলে ধবংসপথে সভ্যতা মানবিকতা আজকাল
খবরের কাগজে টিভি চ্যানেল চ্যানেলে এই খবরটি
পঠিত  হয়, আলোচনা ঝড় বহে যায় অনবদ্য লিখন
সামাজিক সমস্যা নির্মূল করতে নানা কমিটির সভা,
সমিতি women and child welfare ministry
নারী সুরক্ষা কোমিটি আছে, নারী কমোডিটি sexy
Ikon নগ্ন শরীর বেয়ে জলের পড়ছে nice বিজ্ঞাপণ।
সুন্দরী যুবতী তন্বী তরুণী উচ্ছল আলোয় Ramp এ
বিকিনি পরে সুন্দরী প্রতিযোগিতা সিনেমা মোবাইল,
ফোনে নেটে আধুনিকতা কুকুরের মতন দল বেঁধে
গণ তান্ত্রিক দেশে দেশে মানুষের কল্যাণে কামনায়
লালসায় হিংস্র জানোয়ারের মত দংশনে ছিঁড়ে ছিঁড়ে
পেলব নরম নারী মাংস গণ ধর্ষণ সাত খুন মাফ করো
জানো ওরা পুরুষ তান্ত্রিক সমাজের ধারক বাহক নিশ্চুপ ।

তোমার চলে যাওয়া


তোমার চলে যাওয়া

শ্যামল সোম

এ ভাবে অবেলায় নিঃসঙ্গ নিঃস্ব করে
একা ফেলে রেখে চলে যাওয়া সমুদ্রে
ঢেউয়ের মতো ব্যথা আছড়ে পড়ে বুকে।
আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি,
অসহায় অবহেলায় অবাঞ্ছিত বালক
অভাগা  হতভাগা রয়েছি অপলক দৃষ্টি
তোমার ছবিটিকে দেখি আমারসর্বনাশ,
দাম্পত্য জীবন সুখে শান্তিতে বসবাস।
আমার সহধর্মিনী কীভাবে সম্ভব হলো
একসাথে পথ চলা দাম্পত্য জীবনের
চলার পথে দুঃখের কত শত যোজন
দূরে মৃত্যু নীল নীলিমায় ধোঁয়ায় আকাশে
কুণ্ডলিপাকিয়ে উড়ে উড়ে যায় দূরে দূরে
নীল আকাশের নিচে নীলে মিলিয়ে যায়।
ভালোবাসা রয়ে যায় হৃদয়ের স্পন্দনে,
তোমার সাংসারিক জীবনের যাবতীয় 
দায় দায়িত্ব নিয়ে নারীর সন্তান প্রতিপালন,
আকাশ ছোঁয়া তোমার ভালোবাসা স্মৃতিময়।

আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে

💐💐🏵🍁💠🍁🏵💐💐
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,

          আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥

দেহমনের সুদূর পারে    হারিয়ে ফেলি আপনারে,

          গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥

          আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,

          দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।

বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা--

          জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।
🖋💞💠রবীন্দ্রনাথ ঠাকুর💠💞

🌿🍂🌸💞প্রভাতী শুভেচ্ছা রইল💞🌸🍂🌿

Saturday, 8 September 2018

GOSPEL OF FREE RAMAKRISHNA

https://www.amazon.com/Gospel-Ramakrishna-Sri/dp/1480060208

মা সারদাদেবী জীবন ও বাণী

http://brshubhro.blogspot.com/2016/05/blog-post_12.html

মা সারদা মণি

https://vivekdisha.in/sardadevi.php#%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%85%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3

স্বামী বিবেকানন্দ এর বাণী ভারতবর্ষে বিশেষ

https://archive.org/details/in.ernet.dli.2015.290113

বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ

https://pothi.com/pothi/book/ebook-swami-vivekananda-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4-bartaman-bharat

বর্তমান ভারত BARTOMAN BHARATH

https://en.m.wikipedia.org/wiki/Bartaman_Bharat

MY MASTER BY SWAMI VIVEKANANDA

https://en.m.wikipedia.org/wiki/My_Master_(book)

SWAMI NIKHILANANDA TRANSLATION OF KATHAMRITA

http://www.ramakrishnavivekananda.info/gospel/gospel.htm

GOSPEL OF SREE RAMAKRISHNADEV

https://en.m.wikipedia.org/wiki/The_Gospel_of_Sri_Ramakrishna

RAMAKRISHNA 's Sayings

https://www.vedanta.com/store/sayings_of_sri_ramakrishna.htm

রামকৃষ্ণদেব ঠাকুরের জীবন ও সাধনা

https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A3_%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%82%E0%A6%B8