বাদ্ধক্য এ প্রেম
শ্যামল সোম
কেন এমন হয় এই বৃদ্ধ
বয়সে এসে বুঝতে পারি
ভীষণ বিরক্ত করি মাফ
করে দিও গো পাগলামি
মাফ করে দিও গো প্লিজ।
কিছু মনে করো না, গো
তোমাকে এত ভালোবেসে
অনেক আবোল তাবোল
লিয়ে যাই অসন্তুষ্ট হও,জানি,
তবু অবলীলায় সহ্য করো।
তোমার নেই তুলনা ওগো
তোমার কমল হৃদয়ে ঘ্রাণ
ভেসে আসে সুমধুর সুর
সানাইয়ের বেহাগ কলতানে
জুঁই ফুলের মতন স্নিগ্ধ মনে
শরীরের মাতাল সৌরভে !
পাছে লোকে কিছু গোপন
জানাজানি হয়ে যায় পাছে
বলে তাই দূরেদূর দিগন্তে
নীলিমায় নীল দিগন্তে প্রান্তরে
নীল সমুদ্র সৈকতে প্রতীক্ষায়।