Tuesday, 18 September 2018

তোমার চলে যাওয়া


তোমার চলে যাওয়া

শ্যামল সোম

এ ভাবে অবেলায় নিঃসঙ্গ নিঃস্ব করে
একা ফেলে রেখে চলে যাওয়া সমুদ্রে
ঢেউয়ের মতো ব্যথা আছড়ে পড়ে বুকে।
আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি,
অসহায় অবহেলায় অবাঞ্ছিত বালক
অভাগা  হতভাগা রয়েছি অপলক দৃষ্টি
তোমার ছবিটিকে দেখি আমারসর্বনাশ,
দাম্পত্য জীবন সুখে শান্তিতে বসবাস।
আমার সহধর্মিনী কীভাবে সম্ভব হলো
একসাথে পথ চলা দাম্পত্য জীবনের
চলার পথে দুঃখের কত শত যোজন
দূরে মৃত্যু নীল নীলিমায় ধোঁয়ায় আকাশে
কুণ্ডলিপাকিয়ে উড়ে উড়ে যায় দূরে দূরে
নীল আকাশের নিচে নীলে মিলিয়ে যায়।
ভালোবাসা রয়ে যায় হৃদয়ের স্পন্দনে,
তোমার সাংসারিক জীবনের যাবতীয় 
দায় দায়িত্ব নিয়ে নারীর সন্তান প্রতিপালন,
আকাশ ছোঁয়া তোমার ভালোবাসা স্মৃতিময়।

No comments:

Post a Comment