Tuesday, 18 September 2018

আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে

💐💐🏵🍁💠🍁🏵💐💐
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,

          আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥

দেহমনের সুদূর পারে    হারিয়ে ফেলি আপনারে,

          গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥

          আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,

          দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।

বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা--

          জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।
🖋💞💠রবীন্দ্রনাথ ঠাকুর💠💞

🌿🍂🌸💞প্রভাতী শুভেচ্ছা রইল💞🌸🍂🌿

No comments:

Post a Comment