শহর জঙ্গলে বসবাস
শ্যামল সোম
এ শহর জঙ্গলে বসবাস জানোয়ারের সাথে
হিংস্র জানোয়ারের মত দংশনে ক্ষত বিক্ষত,
বৃদ্ধা জননী মাতৃযোনি রক্তাক্ত অবস্থায় পড়ে ,
আছে ঝুপড়িতে পাকা ইমারতের তেতলা ঘরে।
যৌন লালসার শিকার বৃদধা জননী কন্যা নারী
কর্মচারী কুমারী কিশোরী যুবতী বৃদ্ধা মুক বধির
অন্ধ মানসিক ভার সাম্য হীন অসুস্থা বোন নারী
রেহাই নেই নারী শিশু নিগ্রহে সামাজিক অবক্ষয়ে,
রসাতলে ধবংসপথে সভ্যতা মানবিকতা আজকাল
খবরের কাগজে টিভি চ্যানেল চ্যানেলে এই খবরটি
পঠিত হয়, আলোচনা ঝড় বহে যায় অনবদ্য লিখন
সামাজিক সমস্যা নির্মূল করতে নানা কমিটির সভা,
সমিতি women and child welfare ministry
নারী সুরক্ষা কোমিটি আছে, নারী কমোডিটি sexy
Ikon নগ্ন শরীর বেয়ে জলের পড়ছে nice বিজ্ঞাপণ।
সুন্দরী যুবতী তন্বী তরুণী উচ্ছল আলোয় Ramp এ
বিকিনি পরে সুন্দরী প্রতিযোগিতা সিনেমা মোবাইল,
ফোনে নেটে আধুনিকতা কুকুরের মতন দল বেঁধে
গণ তান্ত্রিক দেশে দেশে মানুষের কল্যাণে কামনায়
লালসায় হিংস্র জানোয়ারের মত দংশনে ছিঁড়ে ছিঁড়ে
পেলব নরম নারী মাংস গণ ধর্ষণ সাত খুন মাফ করো
জানো ওরা পুরুষ তান্ত্রিক সমাজের ধারক বাহক নিশ্চুপ ।
No comments:
Post a Comment