Friday, 30 September 2016

প্রায়শ্চিত

অখন্ড  ভারতবর্ষের এইস্বপ্ন দেখার
পাপের প্রায়শ্চিত  করতে  অন্ধকার
জেলখানা কুঠুরিতে নির্বাসনে আছি ।

Tuesday, 27 September 2016

পদ্মা নদীর চরে মানুষ

এই পদ্মা নদীর চরে বিভিন্ন জেলার বন্যায় ভেসে যাওয়া জমি ক্ষেত সাজানো সংসার
ভাসিয়ে নিয়ে গেছে পদ্মা নদী, নদীর আপন গতিপথ  তার প্রেমিক সমুদ্রের সাথে
মিলনের আকাঙ্ক্ষায় দুর্বার দুরন্ত  গতিতে ছুটে চলেছে।
স্রোতে  ভেসে যায় পদ্মার নদীর দুপাশের পার, বাঁধ ভাঙ্গার আওয়াজ ভেসে আসে।
ভয়ঙ্কর সে রূপে  রূপান্তরিত পানির  অভাবে বহু বছরের পর বছর পরে গতিপথ
পরিবর্তনের জন্য  বাংলাদেশের নানা জেলার বিভিন্ন প্রান্তে পদ্মা সেতুর নদীর বুকে
শত বর্ষ পূর্বে চর জেগে উঠেছিল।

UNDIVIDED THE INDIA

Take a look at @Oldmanoflove2's Tweet: https://twitter.com/Oldmanoflove2/status/780725236916379648?s=09

Sunday, 25 September 2016

আকাশ কুসুম স্বপ্ন >>>> শ্যামল সোম

মুজতবা সেখ, বীরভূমের দুবরাজপুর  মৌরাক্ষী নদী ধারেই কাছেই ছিল বসতবাড়ি।
জমি ক্ষেত খামার আব্বুজানের জীবন দর্শন  সত্য  সন্ধানী ভীষণ  ইসলাম ধর্ম গ্রহণ
করেছিলেন বহু পূর্ব পুরুষ আগে নবাব হোসেন শাহ আমলে তৎকালীন অত্যন্ত  অত্যাচারী
জমিদার, পুরোহিত, অগ্রদানী  ব্রাক্ষ্মণ, কুলীন  ব্রাক্ষ্মণ শত বিবাহের প্রস্তাবে সানন্দে  রাজী হতেন।
কিশোরী নারী দেহ  ভোগ চরিতার্থ করার জন্য লালসা কামনা উদগ্রীব হয়ে থাকতেন।
ভরণ পোষনের  ঐ কুলীন  বাউন আর রান্নার বাউনের বিশেষ তফাত বলতে অংশ মং ঢং চং শং ,

ঐ বংশ পরম্পরা বাপ ঠাকুরদা প্রপিতামহ কাছ হতে সামান্য  তালপাতার নকল করা পুথি
( রামতনু  লাহিরীর তৎকালিন বঙ্গ  সমাজ, হুতোম প্যাঁচ নকশা প্রাচীন গ্রন্থাদি সমাজ দর্শন র-- তথ্য সংগ্রহ)
( এক ব্যাপারে স্বামী বিবেকানন্দ এর ভাই  ভুপেন্দ্র
শ্রুতি  ঐ শুনে শুনে পুজোর মন্তর  মুখস্ত  করতেন  আজ ও বহু বাউনদের  মধ্যে  সংস্কৃত  মন্ত্র এর
মানে জানেন না -- আরবী ভাষা,  হিব্রু ভাষা, বাইবেলের প্রাচীন  ল্যাটিন মিশ্রিত  ইংরাজী ভাষা না বুঝেও

তোমার নগদ নবাবী আমলে মোহর নয়, কিছু অর্থের ও দান সামগ্রীর জন্য  বিবাহ করে কুলীন কন্যা
উদ্ধার করতেন। দু চার বছর  পর পর ঐ কুলীন    
ছিলেন সৎ শিক্ষক

Friday, 23 September 2016

JOURNEY FOR PEACE  MISSON JOURNEY FROM KOLKATA TO PAKISTAN TRAVELLING AROUND THE INDIA AND BANGLADESH FOR  PEACE  MISSON, WE WELCOME ALL TO PARTICIPATE IN THE MISSON FOR PEACE, NO RELIGIOUS OR THE  RELIGION'S SLOGAN WOULD BE ALLOWED TO THE  MISSON ONLY  LOVE, WELFARE OF CHILDREN AND PEOPLE'S  OF INDIA, PAKISTAN AND  BANGLADESH, OUR MOTO  OR ASPIRATIONS  TO JOIN THE HANDS FOR UNCONDITIONAL FRIENDSHIPS,  SHIMPATHY  LOVE, POSTERITY ECONOMIC TRAVELISM , BUSINESS DEVELOPMENT AND CULTURAL EXCHANGE PEOPLE TO PEOPLE WHO ARE  BELIEVING THAT THE  REVENGE ON  RETALIATION WOULD  NOT THE ABSOLUTE  SOLUTIONS. PLEASE ANSURE US TO COMMENC  OUR JOURNEY  FOR PEACE  MISSION. somshyamal@gmail.com and somshyamal@yahoo.com Tweeter  account of Shyamal Som >>>> oldmanoflove. THANKS WITH REGARDS, Yours sincerely SHYAMAL SOM ( somshyamal@gmail.com and somshyamal@yahoo.com Tweeter account of Shyamal som  is  oldmanoflove  )

@nytimes এর টুইট চেক করুন: https://twitter.com/nytimes/status/779534848553877504?s=09

কবিতা


আমার প্রান্তিকা রানী

বাঁশিওয়ালা

হে আমার রাতের চন্দ্রানী
তুই স্বপ্নের ছায়া সঙ্গিনী
ওগো আমার রক্তিম
হৃদয়ের রাজ নন্দিনী মন,
ইমনরাগে বাঁশির সুরে শ্রমন।
শরীরে শরীর প্রবেশে উষ্ণ  ঐ
প্রস্রবণে ঘন বনানীর মায়ায়
শৃঙ্গ  হতে ঝর্ণা অবিশ্রান্ত
ধারায় অকুণ্ঠিত প্রেম  বহমান
মেঘনা তুমিই কি সেই ঝর্ণা আজ
মেঘনা নদী হয়ে ছুটছো উত্তাল স্রোতে
প্রেমিকা ঐ নীল সমুদ্রের অমোক টানে
কত শত গ্রামের পার ভেঙে বন্যা স্নানে।
ভাসিয়ে দিয়ে দুকুল গাছ পালা উপড়ে
উদ্ভ্রান্ত  দূর্দান্ত প্রেমিক 
সাগরের প্রেমের আহ্বান।
পাগলী তোর জনেই 
আজও আমি প্রতীক্ষায়মান।
তুই কাছে নেই ঝর্না,
দিন যে কাটে না, নেই অবসান।

কবিতা

এ চিঠি  -

আমার  বড় আদরের ছোট বোনকে,

স্নেহের  বনু, 

তুই যাকে  ভালো বেসেছিলিস, 
অন্তরে  তার ছিলো না প্রেম, 
কামনা, ভোগের লালসায় উন্মত্ত,
ভালোবাসার  অভিনয়ে,
তোর চার পাশে-
না কোন ফুলের বাগান
সাজাই নি কখনও।
সারি  সারি পুঁতে গেছে 
কাঁটাতারের নিষেধের  বেড়া।
তোর স্নিগ্ধ প্রেমের পেয়ালা
ভেঙেছে কাঁচের মতোন।
ভাঙা  তীক্ষ্ণ কাঁচের টুকরো
বিছিয়ে দিয়েছে  তোর চলার পথে।
সুতীক্ষ্ণ, জঘন্য,  শব্দ বাণে, 
অশালীন- পাশব আচরণে,
অত্যাচারে, দুর্বিষহ জীবন 
যখন, ঘন ঘোর অমাবস্যার 
গাঢ়  অন্ধকারে না তোকে
আর কাঁদতে  দেবো না
বোন তোকে সারাটা জীবন।
আছি আরবী ঘোড়ার পিঠে
সোয়ার  হয়ে খুবই দ্রুত গতিতে
ছুটে আসছি বোন।
এবারে বদলে  দেবো
আমার বোনের দিন 
অভিশপ্ত জীবন যাপন । 
উপড়ে ফেলবো কাঁটাতার,
কাচের টুকরো গুলো কুড়িয়ে
ছুঁড়ে দেবো বহুদূরে,
যত্ন করে  মুছিয়ে দেবো,
ঐ  বিন্দু বিন্দু রক্ত পদতলে
রক্তাক্ত  দেহের ও হৃদয়ের
ক্ষত ধুইয়ে দেবো শান্তির
হিমালয়ের  ঝর্ণার জলে।
আকাশ থেকে ছিনিয়ে 
আজ  এনেছি পূর্ণিমা,
আলোয়  আলোকিত 
হয়ে উঠবে বোন
তোর  চারদিক।
বোনকে ভালোবেসে 
তারো  দুচোখ  জ্বালাবো 
প্রেমের দীপশিখা, 
রামধনু ছেঁকে রঙ এনেছি,
নুপুর পরা দুপায়ে রাঙিয়ে
দেবো লালে লাল।
রঙে রঙে রাঙিয়েছি 
আমার বোনের জীবন।
বদলে যাবে আমার  অনুর -
জীবন  যাপন, দীপ্ত 
অনুভবের আনন্দে
ভালোবাসার  হাতছানি পেয়ে, 
জল ভরা চোখে  খুশিতে,
আনন্দে  ছুটে  যাচ্ছে -
ফুলে ফুলে ভরা -
হলুদ বসন্তের  দিকে।
Bony, never cry,
be happy always,
I'm with you for ever,
dear better you know
I hate tears.
Be brave my all beloved sisters.
Only your's Shyamalda

পাঠিকা মন্তব্য  ---:" অপূর্ব দাদাযতটা রক্ত ক্ষরণ হয়েছে
আর নয়
যতটা অবহেলা সয়েছি
আর নয়
যতটা ভলোবেসেছি
আর নয়
আমার দাদা রয়েছে  সাথে।
কিন্তু দাদা এই   অনু টা কে?
ওকে আমার হিংসে হচ্ছে ...

"আমার বক্তব্য বোনের  উদ্দেশ্য,
" বেনু তোকে নিয়ে এ লেখা  অনু !
তোর জীবনের কষ্ট
অথচ আজ সুখে আছিস
বোন নিজের অতীত  অন্য
দেশে  দুখের বেশে এই
উচ্চে  ওঠা এ কথা  বলে
বোন  তোমারে নাহি ভুলিবে হে
বোন  বেনু  আমি তো জানি
তোর ঐ সদা হাস্য উজ্জ্বল মুখের
আড়ালে কষ্ট দুঃখ লুকিয়েছে, 
ভালো থেকো বোন।
ডিলিট করে  দাও বেনু তোমার
যত দুঃখ,কষ্ট-   মনের যাতনা
পাশে তো আছি  আমি ভেবনা।

Thursday, 22 September 2016

ভালোবাসার খোঁজে নারী

কবিতা

আমার ইমন

বাঁশিওয়ালা

কাল রাতে যখন আমার ঘুম আসছে না
কানে কানে ফিসফিস মেঘ বালিকা ইমন
গতকাল রাতে আমার শুভ্র শয্যার  এসে
বসেছিল, দু হাত বাড়িয়ে জড়িয়ে ঘণ সে
শিহরণে শিহরিত হই তোমার দেহের স্পর্শে।
ঘনিষ্ঠ আলিঙ্গনে কানের কাছে ঠোঁট  এনে
বলে, " বাঁশিওয়ালার সুরের আগুন জ্বলছি।"
" বৃষ্টি হয়ে ঝাঁপিয়ে পর আমার বুকের পড়ে "
ইমন তোমার বায়বীয় শরীরের ঐ শিশির ঝরা
স্পন্দনে হৃদয়ের কম্পন, যৌবনের প্রেমে পড়া।
তোমার অনবদ্য কাব্যের মাধুর্যে কাব্যিক মনময়
মায়াজালে জড়িয়ে ধরেছো আমার ইমন মুগ্ধতায়
অপূর্ব লেখায় আমার  অনুপ্রেরণা একমাত্র তুমিই।
সে কি মনের গোপন  অনুভূতি ভালোবাসার এই
আনন্দে কথা প্রকাশ্যে  বললো না, তোমার প্রেমের
কাব্যিক  অসামান্য কথকতা  সত্যি সত্যিই বলবো না।