আমার ইমন
বাঁশিওয়ালা
কাল রাতে যখন আমার ঘুম আসছে না
কানে কানে ফিসফিস মেঘ বালিকা ইমন
গতকাল রাতে আমার শুভ্র শয্যার এসে
বসেছিল, দু হাত বাড়িয়ে জড়িয়ে ঘণ সে
শিহরণে শিহরিত হই তোমার দেহের স্পর্শে।
ঘনিষ্ঠ আলিঙ্গনে কানের কাছে ঠোঁট এনে
বলে, " বাঁশিওয়ালার সুরের আগুন জ্বলছি।"
" বৃষ্টি হয়ে ঝাঁপিয়ে পর আমার বুকের পড়ে "
ইমন তোমার বায়বীয় শরীরের ঐ শিশির ঝরা
স্পন্দনে হৃদয়ের কম্পন, যৌবনের প্রেমে পড়া।
তোমার অনবদ্য কাব্যের মাধুর্যে কাব্যিক মনময়
মায়াজালে জড়িয়ে ধরেছো আমার ইমন মুগ্ধতায়
অপূর্ব লেখায় আমার অনুপ্রেরণা একমাত্র তুমিই।
সে কি মনের গোপন অনুভূতি ভালোবাসার এই
আনন্দে কথা প্রকাশ্যে বললো না, তোমার প্রেমের
কাব্যিক অসামান্য কথকতা সত্যি সত্যিই বলবো না।
No comments:
Post a Comment