এ চিঠি -
আমার বড় আদরের ছোট বোনকে,
স্নেহের বনু,
তুই যাকে ভালো বেসেছিলিস,
অন্তরে তার ছিলো না প্রেম,
কামনা, ভোগের লালসায় উন্মত্ত,
ভালোবাসার অভিনয়ে,
তোর চার পাশে-
না কোন ফুলের বাগান
সাজাই নি কখনও।
সারি সারি পুঁতে গেছে
কাঁটাতারের নিষেধের বেড়া।
তোর স্নিগ্ধ প্রেমের পেয়ালা
ভেঙেছে কাঁচের মতোন।
ভাঙা তীক্ষ্ণ কাঁচের টুকরো
বিছিয়ে দিয়েছে তোর চলার পথে।
সুতীক্ষ্ণ, জঘন্য, শব্দ বাণে,
অশালীন- পাশব আচরণে,
অত্যাচারে, দুর্বিষহ জীবন
যখন, ঘন ঘোর অমাবস্যার
গাঢ় অন্ধকারে না তোকে
আর কাঁদতে দেবো না
বোন তোকে সারাটা জীবন।
আছি আরবী ঘোড়ার পিঠে
সোয়ার হয়ে খুবই দ্রুত গতিতে
ছুটে আসছি বোন।
এবারে বদলে দেবো
আমার বোনের দিন
অভিশপ্ত জীবন যাপন ।
উপড়ে ফেলবো কাঁটাতার,
কাচের টুকরো গুলো কুড়িয়ে
ছুঁড়ে দেবো বহুদূরে,
যত্ন করে মুছিয়ে দেবো,
ঐ বিন্দু বিন্দু রক্ত পদতলে
রক্তাক্ত দেহের ও হৃদয়ের
ক্ষত ধুইয়ে দেবো শান্তির
হিমালয়ের ঝর্ণার জলে।
আকাশ থেকে ছিনিয়ে
আজ এনেছি পূর্ণিমা,
আলোয় আলোকিত
হয়ে উঠবে বোন
তোর চারদিক।
বোনকে ভালোবেসে
তারো দুচোখ জ্বালাবো
প্রেমের দীপশিখা,
রামধনু ছেঁকে রঙ এনেছি,
নুপুর পরা দুপায়ে রাঙিয়ে
দেবো লালে লাল।
রঙে রঙে রাঙিয়েছি
আমার বোনের জীবন।
বদলে যাবে আমার অনুর -
জীবন যাপন, দীপ্ত
অনুভবের আনন্দে
ভালোবাসার হাতছানি পেয়ে,
জল ভরা চোখে খুশিতে,
আনন্দে ছুটে যাচ্ছে -
ফুলে ফুলে ভরা -
হলুদ বসন্তের দিকে।
Bony, never cry,
be happy always,
I'm with you for ever,
dear better you know
I hate tears.
Be brave my all beloved sisters.
Only your's Shyamalda
পাঠিকা মন্তব্য ---:" অপূর্ব দাদাযতটা রক্ত ক্ষরণ হয়েছে
আর নয়
যতটা অবহেলা সয়েছি
আর নয়
যতটা ভলোবেসেছি
আর নয়
আমার দাদা রয়েছে সাথে।
কিন্তু দাদা এই অনু টা কে?
ওকে আমার হিংসে হচ্ছে ...
"আমার বক্তব্য বোনের উদ্দেশ্য,
" বেনু তোকে নিয়ে এ লেখা অনু !
তোর জীবনের কষ্ট
অথচ আজ সুখে আছিস
বোন নিজের অতীত অন্য
দেশে দুখের বেশে এই
উচ্চে ওঠা এ কথা বলে
বোন তোমারে নাহি ভুলিবে হে
বোন বেনু আমি তো জানি
তোর ঐ সদা হাস্য উজ্জ্বল মুখের
আড়ালে কষ্ট দুঃখ লুকিয়েছে,
ভালো থেকো বোন।
ডিলিট করে দাও বেনু তোমার
যত দুঃখ,কষ্ট- মনের যাতনা
পাশে তো আছি আমি ভেবনা।
No comments:
Post a Comment