এই পদ্মা নদীর চরে বিভিন্ন জেলার বন্যায় ভেসে যাওয়া জমি ক্ষেত সাজানো সংসার
ভাসিয়ে নিয়ে গেছে পদ্মা নদী, নদীর আপন গতিপথ তার প্রেমিক সমুদ্রের সাথে
মিলনের আকাঙ্ক্ষায় দুর্বার দুরন্ত গতিতে ছুটে চলেছে।
স্রোতে ভেসে যায় পদ্মার নদীর দুপাশের পার, বাঁধ ভাঙ্গার আওয়াজ ভেসে আসে।
ভয়ঙ্কর সে রূপে রূপান্তরিত পানির অভাবে বহু বছরের পর বছর পরে গতিপথ
পরিবর্তনের জন্য বাংলাদেশের নানা জেলার বিভিন্ন প্রান্তে পদ্মা সেতুর নদীর বুকে
শত বর্ষ পূর্বে চর জেগে উঠেছিল।
No comments:
Post a Comment