Saturday, 1 July 2017

মৌমিতা তোমার ভালোবাসায় ভেসে আছি

তারিখ  1 - 7 -- 17

মৌমিতা তোমার ভালোবাসায় ভেসে আছি

শ্যামল সোম

মৌমিতা তুমিই আমার  মনের গহীন অরণ্যে
চিরন্তন ফুটে থাকা আদরের যূঁই ফুলের ঘ্রাণ,
সৌরভের মোহাচ্ছন্ন বিমোহিত বিমুগ্ধ প্রেমে।
বৃষ্টি ভেজা আকাশে গোধূলির রঙে রাঙানো 
আজও স্মৃতি তাড়িত জরাগ্রস্ত বৃদ্ধের জীবনে
শেষ লগ্নে এ আমার অকপট সত্য স্বীকারউক্তি 
অবিশ্বাস্য হলেও সত্যিই তুমিই আমার প্রথম প্রেম।
পরস্পরের শরীরের ঘ্রাণ পাই বৃষ্টিস্নাত প্রেম শ্রাবণের  
বাতাসে কদমফুল ফুটে উঠল এক কি সেই প্রেমের ফুল,
যদিও আমরা পরস্পরের কাছাকাছি নেই সম্পর্কের ভুল
হওয়া বা ঘটা অসম্ভব, বাতাস কানে কানে গেল সে বলে
কালরাতে অতর্কিতে বিদেশের মাটিতে আততায়ীর হাতে
নৃশংস ভাবে নিহত হয়েছো, শুনে স্তম্ভিত শোকাচ্ছন্ন মুহ্যমান
শোকার্ত অশান্ত হৃদয়ে অশ্রুপাত বুকের ভেতর প্রেমের জলপ্রপাত।

No comments:

Post a Comment