গুচ্ছ কবিতা - শ্যামল সোম
1)
কখন আসবে তুমি? রয়েছি অনন্ত প্রতীক্ষায়
শীত শেষে এই বসন্তে গাছে গাছে পাতা ফুলে
ভরা, নেই পাশে তুমি, যায় ফাগুন রাত বিনিদ্রায়।
2)
কে প্রথম ভালোবেসে ছিলো, তুমি না আমি?
সে গোধূলি লগ্নে রাঙা আলোয় কাছে এসেছি
দু চোখ দু চোখের দিকে তাকিয়ে, ভালোবেসেছি।
3)
ভালোবাসায় সুখের যাতনা সহে সখী ভালবেসেছি
আমার মুগ্ধ দৃষ্টিতে তুমি বোঝ না? কতটা গভীর এ
ভালোবাসা? একবার বল, " আমিও তোমাকে ভালবাসি সোম।"
4)
তোমাকে এত বেশী ভালোবেসি, একান্তে পেতে চাই।
ছুটে যাই, দু হাতে জড়িয়ে, তোমার বুকে কান পেতে শুনি
ঐ ভালোবাসার নদী দু কুল ভাসিয়ে দুর্দান্ত বেগে বহে যায়।
5)
তুমি তো এত নিঠুর ছিলে না, তবে কেন এলে না কাছে
পাছে কে কি বলে? লোকের বলা মুখ কখন বন্ধ করা যায় না?
কিসের বাধা? সব কিছু ছুড়ে ফেলে তোমাকে নিয়ে পালিয়ে যাবো।
কবির ফেসবুক - https://www.facebook.com/somshyamal?fref=nf
আরও পড়তে - www.kobitacocktail.wordpress.com
No comments:
Post a Comment