Saturday, 15 July 2017

জীবনে সাতকাহণ

জীবনের সাতকাহণ

শ্যামল সোম

সময়ের সাথে সাথে, মাপা নদীর জল
শুধুই বহে যায় করে ছলছল, ছলাৎ
কখন কি হাতে হাতে ছোঁওয়া যায় বহে
সে নদীর মুহূর্তের  জল কলকল বহে যায়।
প্রবোধ প্রলুব্ধ করে ভাবি এইতো সেই জল,
না না সে জল বহে গেছে কালের স্রোতে।
সময়ের সাধন সময় গেলে আর হবে না
অবুঝের মতন, না বোঝার ভানে অবহেলায়
ফেলে আসা বেদানার্ত স্মৃতি আঘাতে আহত
তখন, সান্তনা ঈশ্বর বিনা কোথা হতে পাই?
নদীর মতন মনুষ্য জীবন তফাত এই নদী বহে
চলে প্লাবনে পলি বহে আনে, উর্বরা সে ক্ষেতে 
দোলে, চৈত্র পবনে, সে সোনার সোনালি ফসল।
নিকৃষ্ট প্রানী মানুষ প্রজাতির অধম সে নরাধম,
নরক বানিয়ে পরিবেশ এ দূষণ দায়িত্ব পালনে
অস্বীকার করে দানবের দৌরাত্ম্য  আস্ফালন।
একই  স্রষ্টার সৃষ্টি আমরা পরস্পরে নেই কোন
বিশ্বাস, সৌহার্দ সম্প্রীতি  বিদ্বেষের প্রতিফলন।
সহমরণ, হাহাকার ক্রন্দন নারী নির্যাতন, খন্ডিত
জননী অভিশাপে ধ্বংসের পূর্বে শাস্তি নিশ্চিত এ
প্রলয়, যুদ্ধ কি আসন্ন মানুষের প্রতি মানুষের ক্রোধ,
হিংসাত্মক আক্রমণ মানুষের বিরুদ্ধেই পরস্পরের
বিদ্বেষ ঘৃণ্য পরিবেশ, শান্তি প্রিয় শতসহস্র  নিরীহ
ভালো মানুষ সৎ  মানুষের আজ তাই দ্রুত পলায়ণ।

No comments:

Post a Comment