Saturday, 1 July 2017

ভালোবাসায় আছি ভেসে আছি

ভালোবাসায়  আছি ভেসে         (আমার নাতনী কে উৎসর্গিত)

শ্যামল  সোম

নীল হ্রদের গভীর জলে
আবগাহনে
কখন বা ঐ সুনীল
সমুদ্রের ঢেউয়ের
সাথে ভাসি অমলিন 
প্রেমের আলিঙ্গনে।
অতীত যৌবনে আমি
অথই সমুদ্রের তীরে
ভেসে আসা বালুচরে
বেঁধেছিলেম সে ঘর,
নিয়ত হৃদয়ে রক্তক্ষরণ
তোমার কাব্যিক স্বর।
কখন চোখের কটাক্ষে
ডেকেছো দিয়ে হাতছানি
কাছে এসে হাতে রেখেছি
হাত উন্মূখ মন শ্রাবণী।
ভালোবেসে ভেসে গেছি
দুরে তোমার হতে দুরে,
আজও আমার হৃদয়ের
স্পন্দনে গহীন গহ্বরে।
ভালোবাসার ঢেউ প্রচন্ড
শব্দে আচড়ে পড়ে;
তোমার ভালোবাসায়
ভেসে আছি আজীবন!

No comments:

Post a Comment