Friday, 1 December 2017

বাংলাদেশের নিমন্ত্রণ -- মোঃ দেলোয়ার হোসেন

কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি শতসহস্র মুক্তি যুদ্ধের ভাষা
সৈনিকদের  ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীর
সেনানীদের পরম শ্রদ্ধা নিবেদন করে তাঁদের  আত্মা
শান্তি কামনা করি প্রতি বছর শহীদ মিনারে।

শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি আপনাদের আমন্ত্রণে
প্রতি বছরে একুশে কবিতা উৎসবে বিভিন্ন জেলায় ও ঢাকার
কবিতা পাঠ  ও সাহিত্যের আলোচনা সভাতে নিমন্ত্রণ যাই বারে বারেে।

বাংলাদেশের বন্ধু আমন্ত্রণ জানিয়েছেন তাঁর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।

#নিমন্ত্রণ
মোঃ দেলোয়ার হোসেন।
(পশ্চিম বঙ্গের কবি শ্যামল সোম শ্রদ্ধা ভাজনেষু)
___________________________________________

এই বাংলায় তুমি এসো ফিরে ফিরে।
ভালোবাসার চাদরে জড়িয়ে নেবো,
খুঁজে নিবো অসংখ্য মানুষের ভিরে।

যদি বাড়াও হাত, যদি আগাও কদমে।
আমি তোমারে ভালোবেশে বুকে টেনে নিবো,
তোমার'ই গাণ গাইবো দমে দমে।

এসো বন্ধু এই শ্যামল বাংলায় এসো।
এসো পদ্মা মেঘনা যমুনার বাংলায়,
এসো তুমি মুজিবের বাংলায় এসো।

অনুভুতির উত্তরিয় দিবো রেশমী কাপড় খাঁটি।
বসতে দিবো শ্রীহট্টের নকশি শীতল পাটি,
গরুর খাঁটি দুধ দেবো ভরে বাটি বাটি।

রাজশাহীর আম খাওয়াবো গৌরনদীর দধি।
সিরাজদিখানের পাতখিরার পাটিসাপটা খেও,
আমার গায়ে ঘুরে বেড়িও নিরবধি।

তোমায় আমি কবিতা দেবো স্বর্ণ থালা ভরি।
কবিজনে আসর বসাবো গল্প করবো,
হাসবো হাসাবো, ফুটাবো ছড়ার ফুলঝুরি।

তুমি বন্ধু আসবে ফিরে তোমার বাংলা শিকরে।
আমার সাধের সুন্দর বনে বাঘ দেখাবো,
বানর হরিন দেখাবো,নদীগুলো ভরা কুমিরে।

বান্দরবানের সাজেক ভ্যালী কাপ্তাইর হ্রদ।
আলুটিলার অন্ধকারচ্ছন্ন গুহা দেখাবো,
দেখাবো কক্সবাজারের সমুদ্র সৈকত।

ঢাকার শহর ঘুরাবা তোমায় টম টমে চড়ে।
পোড়াবাড়ির রসালো চমচম খাওয়াবো,
মুক্তাগাছার মন্ডা যতটা পেটে ধরে।

তোমার হাতে হাতটি রেখে মনে দেবো মন।
বুকের অয়োময়ে জড়িয়ে রাখবো তোমায়,
লহো লহো সুজন, লহো মোর নিমন্ত্রণ।

No comments:

Post a Comment