Wednesday, 20 December 2017

তুমি আমার স্বপ্নে র কবিতা স্বপ্না

তুমি আমার স্বপ্নের কবিতা স্বপ্না

শ্যামল সোম

স্বপ্না তোমার তুলনা তুমিই
আমার কাব্যের দেবী,
স্বপ্নের জ্যোৎস্নায় পরী
শব্দ চয়নে ছন্দে ধ্বনি
শুনি ঐ পায়ের নূপুরের
গুঞ্জন অভিসারএ এলে
নৃত্যের তালে তালে তন্বী
তোমার হাত ধরেই চলি
পলাশ বিছানো এ পথে।
কাব্যের কৃষ্ণচূড়ার ডালে
লালে লাল রক্তিম ঐ মুখে
তোমার ঐ আড় চোখের হাসি
তুমিই আমার আদরের সর্বনাশী।

No comments:

Post a Comment