Sunday, 31 December 2017

হে নদী তুমিই সেই নারী

হে নদী তুমিই কি সেই নারী

শ্যামল সোম

হে নদী এপার ভেঙে ওপার তুমি তখন গড়
বানে বন্যায় ভাসিয়ে নিয়ে যাও সুখের ঘর
দেখ সংসার খাঁ খাঁ করে তোমার প্রত্যাখানে,
হে নারীর প্রেম বহমান স্রোতে নদীর ধারে বসে
স্নিগ্ধ শীতল হাওয়ায় আমার শরীর মন জুড়ায়।
আবার ভয়ঙ্কর প্রচন্ড সুতীব্র ক্রোধে ধ্বংস করো
শত সহস্র জনপদ গ্রাম শহর বন্দর ভেসে যায়।
প্রবল জলোচ্ছ্বাসে,শত সহস্র সাজানো সংসার
তোমার হাতেই এক লহমায় মূহুর্তে অভিমানে
চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয় ভেঙে যায় দাম্পত্য।
আত্মসম্মানে আঘাতে নির্যাতন বিরুদ্ধে রুখে
দাঁড়িয় আছো হিমালয়ের কন্যার মতন দীপ্তিময়ী
শক্তিময়ী হে নারী নদীর মতন গ্রাস করো অন্যায়
অবিচার যা কিছু অপরাধের শাস্তি দোজখে পাঠাও।
নদী তুমি কি নারী ভালবাসায় কুল কুল করে বহে
যাও আমার ভীষণ প্রিয় কবি ভালবাসায় তোমার
কাব্যে আলিঙ্গনে যমুনার ঢেউয়ে প্রবল উছ্বাসে ভেসে
যায় জরাগ্রস্ত জরাজীর্ণ বৃদ্ধের এ হৃদয়ে প্রেম জাগে।
তোমাদের অপূর্ব ছোঁয়ায় কাব্যের স্রোতে ভাসিয়ে
দেয় এ বৃদ্ধের জরাজীর্ণ জরাগ্রস্ত দগ্ধ  এ হৃদয় প্রাণময়।

No comments:

Post a Comment