Sunday, 31 December 2017

রাধা তোমাকে ভালোবেসে এ আমার অহংকার

রাধা তোমারকে ভালবাসে এ আমার অহংকার

শ্যামল সোম

রাধা তুমি আমার সকাল বেলার ভৈরবী,
তুমি রাতের বেলার মালকোষ রাগের তাণ
তালে সঙ্গীতের মূর্ছনা ভালবাসার অনুরোরন
আমার হৃদয়ের গহীন অরণ্যে ছুঁয়ে আছে ঝর্ণা
আমি শঙ্খচিল মতন উড়ছি তোমার হৃদয়ের
প্রচন্ড  সমুদ্রে ঢেউ আমি প্রতিক্ষণ আলোড়ন।
তুমি আমার পদ্মাবতী আমার দূর নীপবাসিনী
প্রেমিকা ভালবাসার স্বর্গের পারিজাত অমূল্য
রতন তোমাকে ভালোবাসে ধন্য এ জীবন।
হে রাধা তোমার ভালোবাসায় আজ প্রেমে পূর্ণ
হৃদয় ভালোবাসা দুহাতে বিলাই মানুষের মাঝে,
নিজের রয়েছে এক বিশাল আকাশের মত হৃদয়
সে হৃদয়ে গহীন সীমাহীন নীল সমুদ্রের ঢেউয়ে
মতন আছড়ে পড়ে প্রেম সেই প্রেমের ব্যাকুল ঢেউয়ে
জলোচ্ছ্বাসে শতসহস্র মানুষের সকলের হৃদয় জুড়িয়ে
দিয়ে শুভ নববর্ষের  ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি।

No comments:

Post a Comment