Sunday, 31 December 2017

ভালোবাসার দহণ

ভালোবাসার দহণ

শ্যামল সোম

রাধে শ্যামের এ বাঁশি থেমে গেছে রেয়াজ
নিরব বাজে না, বেহাগ বসন্ত বাহার খাম্বাজ,
একাকী নির্জন বিরোহিনী রাধা কুন্জবনে কাঁদে
তখন মহা রণে শ্যাম সুন্দর কুরুক্ষেত্রর পরিসরে,
ন্যায় সত্যর পক্ষে সামাজিক রাজকূট অবক্ষয়ের
বিরুদ্ধে চক্র সত্যের ধ্বজা উড়িয়ে চলেন তিনি
যুদ্ধে বিজয় রথ থামে, সত্য প্রতিষ্ঠা শেষে ক্লান্ত,
হঠাৎ শ্যামের কি মনে পড়ে যায় রাধাকে বিরহে?
না, অনেক দেরী হয়ে গেছে বিরহের বেলা গ্রহে
অস্তাচলে গোধূলি লগ্নে যমুনার তীরে সুখস্মৃতি
সে এক ঐসরিক স্বর্গীয় এ প্রেম জাগে সে অমৃত
লোকে রয়েছে যুগলবন্দির ভালবাসায় মধুরাতে
সহস্র যুগ যুগান্তর ও যমুনা নদীর বহমান স্রোতে।
তবু আজ কেন পোড়ে মন সামান্য মানুষ আমরা
বারে বারে দুজনেরই পরস্পরের কাছে ছলনায়
কাছাকাছি আসতে চায় মন সুখের নির্যাস আহোরণ?
শত সহস্র যোজন দূরে পরস্পরে শুধুই এ বিভাজন
দুজনেই ভালোবেসে দুঃখে জ্বলন দুজনের পোড়ে মন
প্রেম ভালোবেসে ভালোবাসার ছোঁয়ায় মমনে এ মরণ,
সুখের মন্থনেে অনুভূত এ এক ভালোবাসার অসহ্য দহণ।

No comments:

Post a Comment