প্রেমের এ হেন নির্যাতনে আত্মহনন
শ্যামল সোম
মানুষ মানসিক কতটা যাতনায়, নিদারুণ অবসাদে আত্মহননের
পথ বেছে নেয়, বিশেষত মিনুর মতন সদ্য কৈশোর উন্নতি তন্বী
লাবণ্যময়ী ঝর্নার মত উচ্ছল, দীঘল মায়াবী চোখে ভাসে নীলপদ্ম ।
মিনু আমার বন্ধুর রমেনের নাতনি রমেনের ছেলে মেরিন ইঞ্জিনিয়ার
সারা বছরে সাত মাস জলে ভাসে।
রমেন বৌমা অতসী নাতনি মিনু ভালো নাম মীনাক্ষী নাতি বাবলু
ক্লাস ফাইবে পড়ে।
বৌমা একটি কোম্পানী জোনাল হেড খুবই ব্যস্ত জীবন সংসারের
হাল ধরে রেখেছে রমেন ব্যাঙ্ক এ অফিসার ছিলো এখন আমার মতই
অবসর প্রাপ্ত।
আমার এই নিঃসঙ্গ বিষন্ন জীবনে রমেন ও নাতনি মিনু যেন ঠিক এক
পশলা বৃষ্টি, মিষ্টি স্বভাবের প্রাণবন্ত সারল্য স্নিগ্ধ মাধুর্য অপরূপ কাব্যিক
ছন্দময় প্রেমময় সৌন্দর্যে ব্যবহারে, অসম্ভব সুন্দর নৃত্য পরিবেশনে
সাবলীল ব্যক্তির সম্পূর্ণা তরুনীর একঢাল মেঘ বরণ চুল, পাড়াতে
সবাই ভীষন প্রিয় পাত্রী।
প্রখর দগ্ধ আমার জীবনের ভালোবাসার প্রলেপ আমার আদরের নাতনি,
আমার লেখার প্রথম পাঠিকা, নানা ভাবে অনলাইনে লেখা ল্যাপটপের
খুঁটিনাটি সব ব্যাপারে সাহায্য করতো।
কলেজে আমার পরামর্শে ইংলিশ অনার্স সাথে মাস কমিউনিকেশন পড়ছিল।
দুর্দান্ত সব রেজাল্ট স্কুল থেকেই মেধাবী ছাত্রী।
হঠাৎই মিনুর হাবভাব পালটে গেল, শুনলাম রমেনের কাছে এক ব্যবসায়ী
বাপের বকাটের ছেলের মোহে পড়ছে।
ইদানিং আমাকেও এড়িয়ে যায় বুজি এই হলো আমাদের দেশের পরবর্তি নূতন প্রজন্ম
প্রাচীন প্রথার প্রচলন দৈনন্দিন জীবন যাপন এ রুদ্ধশ্বাস থাকতে চায় না।
মুক্ত বিহঙ্গ শঙ্খচিল মতন প্রেমিকের হৃদয়ে আকাশে উড়ছে, চাঁদ জ্যোৎস্না
আলোকিত জীবনে হঠাৎই ফানুসের মতন খোলা রাতের আকাশে উড়তে
করতে ঝপ করে নিভে গেল।
যাব যাবো ই বানিজ্য তে যাবো রবীন্দ্রনাথের গান কেন এলো, শোকে দুঃখে রবীন্দ্রনাথের গানে
নীল সুর বেদনা মধুর নয়?
রমেনের বাড়ির সামনে লোকে লোকারণ্য, পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল ।
জানা গেল কানাঘুষো শোনা গেল গত পরশু প্রেমিকের বন্ধুদের গণধর্ষণের শিকার হয়ছিলো।
আত্মগ্লানি ভারাকান্ত নদীর মতন খাল হয়ে বাঁচতে চাইলো কেন প্রতিকার মোমবাতির
মিছিলে নীল রঙের কষ্টের জীবন থেকে কেন পলায়ন ? ভুলের প্রায়শ্চিত কি আত্মহনন
যখন গর্ভে লালিত পালিত ভ্রূণ?
No comments:
Post a Comment