বৃষ্টিস্নাত প্রেম
শ্যামল সোম
ঝিরঝির করে ঝরছে বৃষ্টি, ছাতা মাথায় ওড়না আঁচলে ঢেকে মুখ,
ব্যাকুল উদগ্রীব নয়নে বড় বড় চোখের পল্লব মেলে নীতা
পরনে নীল আকাশি রঙের বাহারী কারুকার্য করা সালোয়ার কামিজ
মাথাতে গাঢ় নীল রঙের ওড়না জড়ানো, যূঁইফুলের মতন সারল্য মুখ,
স্নিগ্ধ সৌন্দর্য লাবণ্য মসৃণ ত্বক উজ্জ্বল বর্ণের নিটোল গড়ণ দেহে
ঋজু দীপ্ত প্রাণের মাধুর্য অপরূপা ঐ আমার আদরের নীতা দাঁড়িয়ে
রয়েছে, আমি নিষ্পলক চোখে দূর থেকে তাকিয়ে দেখছিলাম,
গাড়ির চালকের আসনে বসে অফিস থেকে লাঞ্চ আওয়ারে।
এই কোলকাতার ইডেন গার্ডেনের গেটে সামনে অধৈর্য হয়ে
মাঝে মাঝেই সে তার পেলব বাহু তুলে কব্জিতে বাঁধা ঘড়ি দেখছে নীতা
ভয়ে ভয়ে কাঁপছে বুক, সতর্ক চোখ এদিকে ওদিকে দেখে।
নীতাকে প্রতীক্ষিতা অরণ্যের হরিণী মতন ইতস্তত হতে দেখে মজা করার জন্যই রিং দিলাম।
তখনই নীতার হাতে মোবাইল ফোন, রিং টোনে গান,
" যদি মনে পড়ে যায়
ফিরে এসো প্রিয়
শ্রাবণের মেঘলা বিকেলে !"
নীতা মৃদু স্বরে জিজ্ঞেস করে, " সোম কৈ তুমি, এই এত ক্ষণ পরে ফোন দিলা,
এমন বৃষ্টির মধ্যেই আমি একা একটি মেয়ে এভাবে অপেক্ষা, "
হতাশায় ভেঙে পড়ে, " কি বলছো আসতে পারবে না ? "
নীতার দেহের কাঁপন চোখের পাতায় জল জমে চোখের কোলে।
নীতা কান্না ভেজা গলায়, " কেন কেন সোম এভাবে বারেবারে ফেরাও?
" কেন আমাকে কেবলই কাঁদাও, আমাকে কাঁদিয়ে কি সুখ পাও গো ?
তোমাকে এত ভালো বাসি এই মোর অপরাধ ?"
আমি গোলাপের গুচ্ছ মনোরম মোড়কে মোড়া হাতে নিয়ে গাড়ি থেকে নেমেই হাসতে
হাসতে রক্তিম করবী নীতার পেছন দিকে এগিয়ে যাই।
নীতা ক্ষোভে রেগে যায়, চোখে মুখে গোধূলির রঙ, রেখে টং, "পাগলামি, হচ্ছে তুমি হাসছো?
" সত্যি অদ্ভূত একটা পাগল কে ভালোবেসেছি,
কি বললে কাঁদলে আমাকে সুন্দর দেখায় কাব্য হচ্ছে!"
" সোম, আমার খুব কষ্ট হচ্ছে জানো
কলেজের ক্লাস ফাঁকি দিয়ে তোমার জন্য
আমি ছুটে এসে অপেক্ষা--"
নীতার লোনা জলে বন্যা বাঁধ ভাঙ্গার আওয়াজ ফুঁপিয়ে কাঁদছে।
এগিয়ে পেছন থেকে আমি চুপি চুপি দাঁড়িয়ে নীতার কাঁধে টোকা দিলেই
নীতা পেছন ফিরে নীরবে দুচোখে জ্বল জ্বল
দৃষ্টি ঝরঝর করে জোরে কেঁদে উঠলো,
নীতার চোখে জল প্রপাত,
আমি মুগ্ধ চোখে দেখছি, সত্যি সত্যিই
পাহাড়ি ঝর্ণা বর্ষন।
ঐ মূহুর্তে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি,
পরস্পরে কে জড়িয়ে বৃষ্টির জলে ছোট নীল লেডিস
ছাতার তলায় ভিজছি, পরস্পরের হৃদয়ের স্পন্দন
সমুদ্রের ঢেউয়ের আলোড়ন দুজনার মন,
দুজনেই ভালোবাসার শিহরণে শিহরিত বহমান রক্তের গভীরে।
No comments:
Post a Comment