Wednesday, 25 October 2017

ঝুলন ! হঠাৎই একদিন হয়তো

ঝুলন ! হঠাৎই একদিন হয়তো

শ্যামল সোম 

হঠাৎই কোন একদিন দেখা হয়ে যাবে, গোধূলির রঙে রাঙানো আকাশের তলে,

আসন্ন শীতকালীন শীতার্ত শীতল সন্ধ্যায়।

ঢাকার কোন এক রাজপথে বা ধানমন্ডির লেকের ধারে নিরবিচ্ছিন্ন নিরালায় নগ্ন 

দুপুরে, আচমকাই পরস্পরের দিকে মগ্ন নিষ্পলক দৃষ্টি, মুগ্ধ চোখে তোমাকে দেখে

মুখে মৃদু হাসি নিয়ে তাকিয়ে থাকবো আমি।

এমনই এক দুলুদ দুপুরে জগন্নাথ হল থেকে ক্লাস ফাঁকি দিয়ে দশ বছর আগে

নির্জন উদ্যানে, ফাল্গুনে  কৃষ্ণচূড়ার গাছে নিচে, পরস্পরের  হাত ধরে পরস্পরের

উষ্ণ  সান্নিধ্যে আত্মিক ও মানসিক প্রশান্তি কত কথা হয়েছিল বলা দুচোখে ভাষায়

গোপন কথাটি হয়ে ছিল  বলা, কথা আর গানে মরমে সে সুর, আজও বাজে।

সেই সময়  হঠাৎই বৃষ্টি ঝাঁপিয়ে পড়েছিল, বৃষ্টিতে ভিজেছিলাম দুজনে এক সাথে।

আজ দশ বছর পরে সেই তুমি বিব্রত বোধে নামিয়ে নিয়েছো কৃষ্ণ ও নয়ন অপ্রস্তুত অবাঞ্ছিত সেই মূহুর্ত দুজনার মনে, অশান্ত সমুদ্রের ঢেউয়ের প্রচন্ড  আর্তনাদ !

অন্তরীক্ষে শব্দহীন সে ক্রন্দন শুনেও শুনতে চায় না তোমার মন, প্রতীক্ষিত প্রেমিক আমি

অপেক্ষায় অনন্তকাল হয়তো বা  আগামী জন্মে নিশ্চিত কি পাবো কিংবা যদি আমাদের মিলন

নাইবা হলো কোনদিন কি বা এসে যায় ঝুলন?

নতমুখে আপন পথে ফিরে ফিরে যেতে যেতে,বারে বারে তোমার পিছু ফিরে চাওয়া দুচোখে 

বন্যা কি থমকে রয়েছে মুচড়ে  উঠল হৃদয়ের তন্ত্রীতে বেজে উঠল ব্যথিত প্রাণিত  প্রাণের প্রেম।

No comments:

Post a Comment