Monday, 19 March 2018

শীলা আজও তোমার প্রত্যাশায় প্রতীক্ষায় আছি

শীলা আজও  প্রত্যাশায়  আছি

বাঁশিওয়ালা শ্যামল  সোম

বহু বছর হয়ে গেল পার
ওপারে ধানমন্ডিতে তুমি,
এপারে কোলকাতায় প্রাণের
শহরে City Of Joy উৎসবের
শহরের পশ্চিমে ডায়মন্ড পার্ক
একাকী বাস, বহুজনের মাঝেও
বড় একাকীত্ব  বোধ হয়, শিথিল
শরীর, মন বসে না কোন কাজে ?
কেন অপার  বিষাদে বিষন্নতার
ছোঁয়ায় মেঘলা আকাশে দিকে
চেয়ে  ভাবি মেঘ হয়ে  উড়ে যাই।
তোমার  কাছে, পরক্ষণেই মনে
পড়ে যায় তুমি  অন্যের সংসারে
সুগৃহীনী সহধর্মিণী, আচ্ছা  শীলা
তোমার সব কিছুই দখল নিয়েছেন
তোমার  স্বামী, মন, আত্মা, হৃদয়,
কি ভাবে  আমার কাছে গচ্ছিত রেখে
আবার আমার কাছ থেকে কেড়ে নিয়ে
মন, হৃদয়, আত্মা দিলে কি ভাবে?
এ তো শরীর নয়, বসন নয়, চুম্বন নয় ?
মন মননের ঘাত প্রতিঘাতে রক্তাক্ত
হৃদয়ে নিয়ত রক্ত ক্ষরণ, তবু বলবো
নারীর তোমার সে সময়ে প্রেম সে
মূহুর্তে শ্যামলকে ভালোবেসে
জড়িয়ে ধরে বলে ছিলে, " শীলা
কি বলেছিলে, মনে আছি ? ইচ্ছে করে
ভুলে গেছ, স্মৃতি বড় বেদনার, কে আর
হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে?
জানো শীলা আজও  প্রত্যাশায় আছি
যদি কোন কোন মূহুর্তে তোমাকে দেখি
তোমার  ও দু চোখের ভাষায় পড়ে নেবো
" যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের
আকাশ ভরে দিলে এমন গানে গানে ! "

No comments:

Post a Comment