Monday, 19 March 2018

ফিরে গেছে প্রেম

ফিরে গেছে প্রেম

শ্যামল  সোম

একা সম্পূর্ণ একাকী
এ নির্জনে সৈকতের
বালুকা বেলায়--
বহু দূর হতে বেদনায় নীল হয়ে, 
ধূসর স্মৃতি নিয়ে ছুটে আসে ঢেউয়ের
ডাকে সাড়া দিয়ে ভেসে চলি
সাগরের নোনা জলে,
নয়নের জলে ভেসে যাই 
ঢেউ তালে তালে।
শুনি তোমারি গান,
" কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না,
পথের ধুলো যত কে জানিত আসবে তুমি
গো অনাহূত মতো।"
মণিমালা, রাজকন্যা রূপকথার
মেঘের দেশ থেকে পরী হয়ে
ডানা মেলে উড়ে এসে বসে কাছে,
দু হাত বাড়িয়ে
কেন সেদিন জড়িয়ে ধরে ছিলে বুকে ?
প্রেম এসেছিলো নীরবে,
ঘন বর্ষণে হৃদি নন্দনে
বৃষ্টির জলে ভিজে নেয়ে
সেই মেয়ে, চেয়ে হেসেছিল
বিমুগ্ধ নয়নে,
অপার বিস্ময়ে
তাকিয়ে দেখি একি
মনি আর মুক্ত কি ভাবে
ঝরে চোখের পাতা হতে
সিক্ত শরীরের মায়াবী ছন্দে,
স্নিগ্ধ চোখের তারায়।
সাগরের অতল জলের
আহ্বানে দূরে বহু দূরে অনন্ত গভীরে
মৃত্যুর শীতল স্পর্শের
অনুভবে ভেসে যাই
নিয়ে তোমারি স্মৃতি
ফিরে যাওয়া প্রেম, 
বিদায় ! 
হে প্রেম বিদায়!

No comments:

Post a Comment