Monday, 19 March 2018

একটি চুম্বনে র জন্য

একটি চুম্বনের জন্য

বাঁশিওয়ালা

ভালোবেসে, ভালোবেসেছি তোমাকে
কাছে আসতে হয়েছে  দেরী, পথে পথে
চিনে আসতে গোলক ধাঁধায় ঘুরেছি কত।
অবশেষে পথে ঐ নদীর  নিশানা দেখে মনে
হলো ঐ তো সেই মন্দাকিনী নদী, ঐ স্রোতে
দুজনে এক সাথে সানন্দ, দিয়েছিলাম ডুব।
একা আমি ভেসে গেছি আকুল  দোরিয়ায়
কুল এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি ঘাসের পরে।
হঠাৎ মনে পড়ে গেল  তোমার  কথা মহুয়া
তোমার  খোঁজে বের হয়ে নানা জায়গায়
ঘুরে  এহেন  এই ছোট্ট  ফুলপুর গাঁয়ের এক
বাগানে ঘেরা বাড়ির আঙিনায় তোমাকে
ফুলের গাছে গাছে জলের ঝাড়ি দিয়ে জল
দিতে দেখে, বিষ্ময়ে একদৃষ্টে  তাকিয়ে আছি,
মহুয়া তুমি  আমাকে  দেখে ছুটে এসে দুহাতে
জড়িয়ে ধরে বললে, " বাঁশিওয়ালা কোথায় তুমি
হারিয়ে গেছিলে ? আমাকে একা ফেলে," মহুয়া
তোমার অশ্রুধারায় ভিজে যায় আমার হৃদয়
না ! আমার হলুদ পাঞ্জাবী, তোমার অপলক চোখ
দিকে তাকিয়েই, দেখি তির তির করে  কাঁপছে ঠোঁট
অধীর আগ্রহে অপেক্ষায় একটি চুম্বনের জন্যে -- !
সান্নিধ্যে দিয়েছিলেম তোমাকে -- ! সাথে--
তোমার  গাছের, অনাহ্রাতা একটি রক্ত  গোলাপ।

No comments:

Post a Comment