ভালো মানুষের
খোঁজে বাংলাদেশে
শ্যামল সোম
আমি মুগ্ধ হয়ে যাই
এই ব্যক্তির সৌজন্য
বোধ, অমলিন বিশাল
হৃদয়ের প্রাণের মানুষ,
ওনার সাথে কথাবার্তায়,
জ্ঞনের পরিচয়, চিহ্ন
চিন্তনের আলোড়ন
তোলেন আমার মগজে।
ভালো মানুষের সংখ্যা
অনেক কম আসছে।
ব্যথিত হৃদয়ে ক্ষতে রক্ত
ক্ষরণে প্রলেপ দেন
অকৃত্রিম ভালবাসা ভালো
মানুষের ভালোবাসা।
প্রিয় বন্ধু ব্যবহারের পরিচয়
পাওয়া গেল, ভীষণ
ভীষণ প্রেমের উষ্ণতায় ভরে
গেল আমার হৃদয়
এখনও এ পৃথিবীতে ভালো
মানুষ আছেন।
আমার এই বন্ধু মুজিবুল
হক সাহেব বাড়ি বসে,
নানা প্রকার, সাহিত্য, দর্শন,
ধর্ম চর্চা নানা প্রসঙ্গ
আলোচনায় ভীষণ
আনন্দ পেলাম।
আজ এই চট্টগ্রাম এক
ভালো মানুষের সাথে সাক্ষাৎ
করে জানলাম, ভালো
মানুষের প্রত্যাশায় ভালো
মানুষের খোঁজে এ বাংলাদেশে
আসা বিভিন্ন প্রান্তে
জেলায় জেলায় পরিশ্রম করে
পায়ে হেঁটে খুঁজে ফেরা
বহু ভালো মানুষে সংস্পর্শে
এসে ধন্য হলো আমার মন
গত একমাস ধরে ভালো মানুষের
খোঁজা আমার সার্থক হলো।
No comments:
Post a Comment