Thursday, 8 March 2018

চল পাগলি পালাই

চল পাগলী পালাই   

শ্যামল  সোম বাঁশিওয়ালা

হেমন্তে গহীন অরণ্যে
পিঁউ কাঁহা পাখি ডাকে
সুন্দরবনে চলরে পাগলী
আজ শীতার্ত রাতেই
আজ রাতেই চল পাগলী পালাই
আর কত কাল এ নিঃসঙ্গ কাটাই।
জাত বয়স ধর্ম বিস্ফারিত স্বদেশ
পরবাসে দুজনে দুজনার  প্রবাসে
পরস্পরের  থেকে বিছিন্ন প্রয়াসে।
সামাজিক কঠোর শাস্তির খড়্গ এ
সালিশী সভায় কোন বক্তব্য না শুনেই
গণ প্রহার গাছে বেঁধে প্রেমিকের ক্রোধ
প্রেমিকাকে গণধর্ষণ, কিসের প্রতিশোধ
প্রতিদিনই প্রতিনিয়ত লাঞ্ছিত গ্লানিময়
মানবিকতার বিরুদ্ধেই অমানুষদের নিত্য   
প্রতিরোধ  অহংকারের হুংকার  আস্ফালন
আধুনিক এই শহরের যান্ত্রিক যাপিত জীবন।
প্রতিবেশীর নিঃসহায় নিপীড়িত নিঃসঙ্গ
স্পৃহা হীন উদাসীন স্বার্থপর  আত্মীয় স্বজন
 এ তো জীবনের প্রহসন, মুক্তির আস্বাদন
নিজস্ব  আমাদের পরমাণু শক্তির কোপনলে
 ধ্বংসের  আগেই চলরে পাগলী সেই গহিন অরণ্যে
 হিমালয়ের গুহায় প্রস্তর যুগে ফিরে
আরণ্যক জীবন যাপন করতেই
চলরে এবার পাগলী পালাই,
এতো আমাদের স্বাধিকার লড়াই।
চল যাই সকল মানুষের মিছিলের পাশে
শান্তির অগ্রদূত বাংলা কবিতা আশ্বাসে।
বাংলা কবিতা আমাদের সঠিক পথের
দিশারী, নিশ্ছিদ্র সতর্কতা সৈনিক কবিতা
সৌহার্দ সম্প্রীতি মানবতার প্রতীক স্বরূপ
আমাদের বাংলাভাষী গর্বের বাংলা কবিতা
হোক পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তরের  এই
বাংলা কবিতার  আজ জয় জয় ও জয়কার । 

No comments:

Post a Comment