আমার ভীষণ প্রিয় এই গ্রুপের সবাইকেই
জানাই সুপ্রভাতে শুভেচ্ছা ডালি।
দাদুভাই আমি পুরুষ হতে চাই
শ্যামল সোম ( নাতনির কথপোকথনের নির্যাস)
সত্যি সত্যি সত্যি জানো তো তুমি ওগো
নারী থেকে দাদুভাই আমি পুরুষ হতে চাই।
মেয়েমানুষ জীবনে দুঃখ পাই নিত্য প্রতারিত
লাঞ্ছনা শশুড়বাড়িতে পণের জন্য গঞ্জনা
আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্র চলছে আজও।
প্রতিনিয়ত নিরয স্পটইখবরের কাগজে টিভি
চ্যানেল শিশু কিশোরী যুবতী রেহাই নাই নাই।
মনে আশ্রয় নিয়েছি তোমার কাছে খুলে বলি
কাঁটাতারের বেড়ার ওপারে এই তুমি আমাদের
দাদাভাই তোমার দূর থেকেই মনের সুখ দূখের
কথা কই মন খারাপের হাল্কা হয়ে যাই, দাদুভাই
আজ এ দুঃসময়ে নারীদের অবাঞ্ছিত প্রতারিতা
প্রবঞ্চনা এ শৃঙ্খলিত জীবন থেকে মুক্তি কি নাই ?
ঘরে বাহিরে সংসারে গ্রামে শহরে একই পরিস্থিতি
রাস্তায় বাসে ট্রেনে প্লেনে অফিসে কাজে কর্মে ও
স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র দেখি সর্বনাশ
খানেই রাক্ষস হাত থেকে রেহাই নাই নাই সত্যনাশ।
বিজ্ঞান প্রযুক্তি সাহায্যে আমি সত্যি পুরুষ হতে চাই ।