দিন চলে যায়
শ্যামল সোম
এ ভাবেই ক্লান্ত বিষন্নতায় চলে যায় দিন
বেলা শেষে অবহেলায় অনাদরে প্রতিক্ষণ,
নিরুপায় বিপন্নতায় এ বৃদ্ধের দৈনন্দিন ক্ষীণ
হতে ক্ষীণ আশা প্রত্যাশা পূরণের প্রতীক্ষায়
পুত্র কন্যা আত্মীয় স্বজন পাড়া পড়শি হায়
ফিরায়ে নিয়েছ মুখ, যাঁদের পাশ ছিলাম প্রায়
ছায়া মায়ায় ভালোবাসায় দায়িত্ব পালন কভু
হয় নাই কখন স্খলন লালন সাঁইজী গান তবু
আজ ও বাজে কানে, " সময়ের সাধন কেন
করলে না ? সময় গেলে সাধন হবে না " !
ঈশ্বরের ভজন পূজন সাধনের সময় হলো না।
কঠিন জীবনের প্রতিদিনের দৈনন্দিন সংগ্রামে
টেনে হিঁচড়ে বৃহত্ পরিবারের দায়িত্ব কর্তব্য শ্রমে
কৃতিত্ব নেই কোন বেঁচে থাকার লড়াইয়ে ময়দানে।
আমার আশৈশব দারিদ্র্য অভাব অনটনের ঝড়ে
লণ্ডভণ্ড হয়ে ছিল দেশ ভাগের ভাগাভাগি তাণ্ডবে
লক্ষ লক্ষ অনাথ উদ্বাস্তু শরণার্থী শিবিরে আশ্রয়
নেয় বিপর্যয় সম্মুখীন হয়ে অস্তিত্ব প্রবাসে হারায়
হতভাগ্য ছন্নছাড়া মাথার উপর আকাশ ভাঙে ।
সহমর্মিতা নির্ভরতা ভালবাসায় ভরিয়ে দেন ঈশ্বর
তাঁর কৃপায় সবাই আজ সুপ্রতিষ্ঠ সুখী এই নশ্বর
জীবনের হোক অবসান, " আমি অপার হয়ে বসে
আছি দয়াল পার করো আমায় " বিদায়ের সময়।
No comments:
Post a Comment