Tuesday, 17 April 2018

গ্রুপে ও নারী মহান সৃষ্টি কর্তার আশচর্য সৃষ্টি

নারী মহান সৃষ্টি কর্তার এক আশ্চর্য সৃষ্টি

শ্যামল সোম

প্রাক ঐতিহাসিক সেই প্রস্তর যুগে
যুগান্তর গোষ্ঠী বদ্ধ যাযাবর জীবন।
থেকেই গৃহপালিত জন্তু জানোয়ারের
মতন নারী পুরুষ তান্ত্রিক সমাজের
পণ্যবাহি, ক্রীতদাসী কামিনী তখন
বিবাহ প্রথা ছিলো না, পুরুষের কামনা
চরিতার্থ করতে যে কোন নারী নির্বিশেষে
ভোগের জন্য যেন বলি প্রদত্ত নিরন্তর
ধর্ষিতা  ধর্ষণ যেন নারীর জীবন অবান্তর।
প্রচীন যুগ থেকে এই এক বিংশ শতাব্দী
সভ্যতা ও সংস্কৃতি আজ কি এই পরিণতি?
পরিসংখ্যান নেই প্রতিদিন কত শত শিশু
কিশোরী যুবতী বৃদ্ধাদের প্রতি যৌন নিগ্রহ,
ছেলে বন্ধু, প্রেমিক,স্বামী, পুত্র সন্তানের
হাতে দিন দিন প্রতিদিন প্রতি নিয়ত জননী
ভগ্নী কন্যা নাতনি নিদ্রা হীন আতংকে কাটে
দিন রাত বাড়লে আসবে শয়তান জানোয়ারের
দল বেঁধে ঘুরছে কাকে কখন পাঁজাকোলা করে
তুলে নিয়ে গণ ধর্ষণের উল্লাসে আগুন জ্বালা।
চলছে নারী পুরুষের পুরুষের ভোগের সামগ্রী
ধর্ষণ ধর্ষণ আজ বিলক্ষণ উৎসব এই গণধর্ষণ !
নারী শিশুদের ও রেহাই নেই, তবু নারী ভালোবাসে
কাছে আসে প্রেম করে  সন্তান প্রসব করে মাতৃ স্তন
দানে প্রতিপালনে মমতায় স্নেহে দৈনন্দিন জীবনের
চলার পথে চলেছে নারীর একান্ত আপন নৈরাশ্য
বিপন্ন মগ্নতায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানবিকতা!।
এত ঘটমান হলে মনে হতে পারে অনেকেরই বিকৃত
মনস্ক মানুষদের মনে হতে এ সব লেখা পাগলের
প্রলয় প্রলাপ কথন ক্ষমা করবেন আপনারা সুধীজন।

No comments:

Post a Comment