স্মৃতি পাঠে জননী
শ্যামল সোম
আমার মা মাগো জননী
বাংলাদেশ মা নয়নমণি
ভালো থেকো আমার
শৈশবে ফেলে জন্মভূম।
বহু বছরের ঐতিহাসিক
দেশ ভাগের ভাগাভাগি
তাণ্ডবে রক্তাক্ত কলঙ্কিত
অধ্যায় থেকে শুরু মাগো,
দেশভাগের রক্ত ক্ষরণে
মৃত্যু মিছিলের সে ইতিহাস
শুধুই দীর্ঘশ্বাস ঐ হাহুতাশ
হাহাকার স্পষ্টই প্রতীয়মান
আজকে কাঁদে প্রাণ মাগো।
দু ভূখণ্ডে শরণার্থী শিবির।
না বলা বাণী করুনকাহিনী।
উনিশশো বাহান্ন সালে জানি
ভাষা আন্দোলনে রক্ত বন্যা
ঝরছে ভাষা শহীদ নিহত
হয়েছেন উনিশশো সত্তর
পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ
মা বোন কন্যা নাতনি সম
বহু মানুষের আত্মত্যাগ এ
গড়ে উঠছে বাংলাদেশ মা
সত্যি বলতে কি দূরে আছি
ঠিক তবু আকাশে বাতাসে
ভেসে আসে কীতৃন খোলা
নদী উপরে বহে যাওয়া বাতাস
এলাকাটির মাটির ঘ্রাণ ছড়িয়ে
পড়ে কাঁটাতারের বেড়ার এপারে
তবু মাঝেমধ্যে চাপা দীর্ঘশ্বাস
বেরিয়ে আসে মাফ করো জননী
মাগো বাংলাদেশ ভালো থেকো তুমি।
No comments:
Post a Comment