Monday, 2 April 2018

সম্পর্কের ইতি কথা

সম্পর্কের  ইতি কথা

শ্যামল সোম

কোন সম্পর্ক  কি চিরস্থায়ী নয়
যে পুত্র সন্তানের না খাওয়া জন্য
কেঁদেছিলেন একদিন, সেই জননী
আজ পুত্রের অমানবিক নির্যাতনে
না খেতে দেওয়ায় কেঁদে কেঁদে জনে
জনে ভিক্ষা চেয়ে পেট ভরান তিনি।
পিতা মাতার স্নেহ মমতা ভালবাসায়
লালিত পালিত কন্যা প্রেমে পড়ে সে
এতদিনের মায়ার বন্ধন ছিন্ন করে কেন
পালায় যৌবনের উন্মাদনায় প্রেমিকার
সাথে বিবাহে প্রতিশ্রুতি অনুরাগে গলে
গলে গলে পড়ে  জ্বলন্ত মোমবাতি হয়ে
সুখের বাসর শয্যায় মাদল বাজে রয়ে
আনন্দে আহ্লাদে আপ্লুত হয়ে পরবাসে।
ভালোবাসার অঙ্কুর বিনষ্ট হয় স্খলনে,
অধঃপতনে প্রেম ছলনায় ছল করে বর
কখন মুখোশ খুলে  ফেলতেই খলনায়ন।
অতীত স্বজন পাড়া পড়শি ততক্ষণ মন্দ
নয় যতক্ষণ পর্যন্ত মন জুগিয়ে চলবে।
স্পট কথা বললেই সপাটে চড়, কপাট
বন্ধ করে দেয় মুখের উপরে, নিরুপায়
মানুষের শেষ আশ্রয় প্রভুর শ্রী চরণে।

No comments:

Post a Comment