Wednesday, 25 April 2018

জননী তুমি চির অনন্যা

জননী তুমি চির অনন্যা

শ্যামল সোম

জননী আমার তুমি
এই বিশ্ব সৃষ্টি কর্তার
প্রকৃতি নদনদী সমুদ্র
সবুজ বনানী পর্বত
তৃষ্ণার পানি কেউ বলে
জল, তাঁর কৃপায় নির্মল।
" তুমি নির্মল কর
মূল করে
মলিন মর্ম মুছায়ে।
শৈশবে মাতৃ কন্ঠে
শোনা গান এলো প্রাণে ।
প্রভু তাঁকে নিয়ে লেখো
ভীষণ ভালো লাগলো
ক্ষমা প্রার্থনা, এ সাধনা
সাহিত্য চর্চা সাথে ধর্ম
নিয়ে লেখা, তিনি রব।
প্রভু এক অদ্বিতীয় তিনি,
তাঁকে প্রণাম জানাই ।
মা সত্যি অবাক হতে হয়
শ্যামল সোম এর প্রতি 
আপনার বদান্যতা করুনা।
কাঁটাতারের বেড়ার এপারে
কোলকাতা নগণ্য এক বৃদ্ধ
আপনি একজন স্নামধন্যা
বিখ্যাত কবি ও সাহিত্যের
কাণ্ডারী হুঁশিয়ার মনে পড়ে।
আমার মন প্রাণ আনন্দে
আপ্লুত হয়ে গেলো গো জননী
কৃতজ্ঞতা জানাই সসম্মানে
ধন্যবাদ সকল জননী আপনাদেরকে

No comments:

Post a Comment