জননী তুমি চির অনন্যা
শ্যামল সোম
জননী আমার তুমি
এই বিশ্ব সৃষ্টি কর্তার
প্রকৃতি নদনদী সমুদ্র
সবুজ বনানী পর্বত
তৃষ্ণার পানি কেউ বলে
জল, তাঁর কৃপায় নির্মল।
" তুমি নির্মল কর
মূল করে
মলিন মর্ম মুছায়ে।
শৈশবে মাতৃ কন্ঠে
শোনা গান এলো প্রাণে ।
প্রভু তাঁকে নিয়ে লেখো
ভীষণ ভালো লাগলো
ক্ষমা প্রার্থনা, এ সাধনা
সাহিত্য চর্চা সাথে ধর্ম
নিয়ে লেখা, তিনি রব।
প্রভু এক অদ্বিতীয় তিনি,
তাঁকে প্রণাম জানাই ।
মা সত্যি অবাক হতে হয়
শ্যামল সোম এর প্রতি
আপনার বদান্যতা করুনা।
কাঁটাতারের বেড়ার এপারে
কোলকাতা নগণ্য এক বৃদ্ধ
আপনি একজন স্নামধন্যা
বিখ্যাত কবি ও সাহিত্যের
কাণ্ডারী হুঁশিয়ার মনে পড়ে।
আমার মন প্রাণ আনন্দে
আপ্লুত হয়ে গেলো গো জননী
কৃতজ্ঞতা জানাই সসম্মানে
ধন্যবাদ সকল জননী আপনাদেরকে
No comments:
Post a Comment