বেলা শেষে ভালোবেসে
শ্যামল সোম
তুমি রাতের ভোরের ফুল ওগো
তুমি যে তুমি আমার ভীষণ প্রিয়া
আমার প্রাণের মনের মানুষ তুমি
প্রেমিকা আমার ভীষণ প্রিয় সখী
কবি বন্ধুর কস্ট গুলো নিলাম সত্যি
আমি কেঁড়ে, তুমি যে প্রথম প্রেমিকা
প্রেমে পড়ে আছি দূরে অনেক দূরে,
নাই আছি কাছাকাছি সহমর্মিতা
সহানুভূতি প্রকাশে আপ্লুত হয়ে আছি।
আমার এখন দূগের ঘরে একা বাস
তোমার ঘরে জ্বলে আলো অনুক্ষণ
কল্যাণ বর্ষিত হোক তোমার সারাক্ষণ।
ওগোতুমি না হয় সুখের সমুদ্রের ঢেউয়ে
তাঁর ভালোবাসার স্রোতে ভেসে যেও।
জনৈকা গল্পের রানী বন্ধুকে উৎসর্গীত
বর্ণালী তুমি অনন্যা
শ্যামল সোম
রূপে গুনে উর্বশী অপ্সরী শতসহস্র পুরুষের চোখ জ্বলে লকলক লেলিহান !
উত্তাপে পুরুষের রক্তক্ষরণ কাছে আসতে কত ব্যাকুল
প্রেমের কবিতা স্বপ্নময়তায় মুখ সব প্রেমিকের মুখোশ
ঠিক বুঝে যাও তুমি শেষে খোলস ছেড়ে বেরিয়ে আসে।
জানোয়ার বিকৃত মনস্ক সেই মাতাল পুরুষের দেহের ঘ্রাণ
কাছে গেলেই নেই পরিত্রাণ।
শরীর চাইলেই পাওয়া যায় শরীর, শারীরিক সম্পর্ক কি
চিরস্থায়ী হয় না থাকে নিরন্তর,মানসিক এতই নিষ্ঠুর যন্ত্রনা শত
সর্পের দংশনে বিনিদ্র রাত জাগে।জানো তাই আজ রয়েছো একাকী
মনের মানুষ খোঁজে আলিঙ্গনে ধরা দিতে ভালোবেসে নূতন করে বেঁচে
উঠবে উদ্ভাসিত হাস্য মুখ চোখে জলে রয়।
অলস বেলায়
বেলা শেষে এভালোবাসায় ভেসে যাই অনু তোমার ভালো
বাসার ছোঁয়ায় হৃদয়ে ভৈরবী সুর বাজে সুপ্রভাতে
বিষন্নতায় অবসাদে হৃদয়ে রক্তক্ষরণ অবশেষে মানুষের স্পর্শে শিহরণ,
অনুপমা এসো ধরো হাত ছুটে যাই ঐ নীল সমুদ্রের ঢেউয়ে
দু জনে দুজন পরস্পরকে জড়িয়ে ঢেউয়ে ভেসে যাই ভালবাসায়
No comments:
Post a Comment