Monday, 2 April 2018

খুন করছি ভালোবাসা

খুন করছি ভালোবাসা

শ্যামল সোম

তখন সদ্য যৌবন সে উন্মাদনায়
নিত্য নতুন প্রেমিকা না বান্ধবী রয়
আমি রঙিন রংমশালের মত জ্বলছি।
জ্বলনে এত সুখ না জ্বালিয়ে ধূপ,
সৌরভে ঘ্রাণে দেহ মন আত্মদানে,
নারী আপন মাধুর্য সহমর্মিতায় প্রেমে,
কাছে এসেছিল, ভালোবেসে ছিলো,
পৌরুষের অহংকারে ডুবে অতল সাগরে,
স্বর্গের অপ্সরী উর্বশী সন্ধানে পাহাড়ে
কখন পানশালায় নগরে থেকে শহরে
এক উদভ্রান্ত কক্ষচ্যুত গ্রহের মত ঘুরেছি
রঙিন ফানুস কলো ভ্রমরের ফনফন কম্পন ।
অবশেষে আবিষ্কৃত হয় বৃথা গেল সময়,
ফিরিয়ে দিয়েছি প্রেম, প্রেমিকার অভিশাপে
হাঁ খুন করছি ভালোবাসা, কৃতকর্মের পাপে
আজ আর কাছে নেই কেউ বিষন্নতায় এই
বোধ বোধগম্য হয় বেদনায় নদী হয়ে বহে যাই
অনন্ত যাত্রায়  অহেতু বেঁচে আছি মত্যু প্রতীক্ষায়।

No comments:

Post a Comment