আবেদন, শুভ নববর্ষের শপথ গ্রহণ করুন
শ্যামল সোম
শুভ নববর্ষের
সকল নারীদের
শৃঙ্খলিত জীবন
থেকে মুক্তি চাই।
পুরুষের তান্ত্রিক
সমাজের উদাসীন
নির্লিপ্ত নির্বিকার
শোষন নিরযাতন
লাঞ্ছনা প্রবঞ্চনা
প্রতারণা গণধর্ষণ
বন্ধ হোক পণ্য না
ভেবে নারী মানুষ
মর্যাদা শ্রদ্ধা সম্মান
স্বাধিকার আদায়ের
সংগ্রামে বিপর্যস্ত
বঞ্চনা থেকে মুক্ত,
নিষ্ঠুর স্বামী বিচ্ছিন্
হওয়ার সুযোগ থাক।
বঁধু হত্যা শিশু নিগ্রহ
বন্ধ হোক, মনুষ্যত্ব
মানবিকতা সপক্ষে
আন্দোলনে মিছিল
মিটিং অনুষ্ঠিত হবে।
ভুললে চলবে না যে
নারী মাত্রই জননী
যার স্তনে দুধ পান করে
শিশু আগামী দিনে ভুলে
যায় কেন অকৃতজ্ঞতা
সাম্প্রতিক সামাজিক
অবক্ষয়ের ছবি সর্বত্র।
জননীর লালন স্নেহ
যত্ন করে পালন করেন
বড় হয় অনেকেই মাকে
দেখে না কস্ট দেয় তাকে
কোন জানোয়ারের বাচ্চা
বড় হয়ে গেলে পাখীমাতা
ভুলে যায়, জননী ঠিক
মনে রাখেন নারীর সেবা
ভালোবাসায় ভরিয়ে প্রাণ
ফিরে বিফলতা নারীদের
অনুপ্রেরণা সহমর্মিতা নিষ্ঠা
সহানুভূতি কাঙ্ক্ষিত সুন্দর
মনের মানুষ সব করতে পারে।
ঐ জন্য মহান স্রষ্টা প্রভুর কাছে
প্রার্থনা করি কল্যাণ হোক জননীর।
No comments:
Post a Comment