Wednesday, 2 January 2019

আত্মমগ্ন কবি

আত্মমগ্ন কবি

শ্যামল সোম

অমাবস্যা রাতে জোনাকি পোকার
আলোয় আলোয় আকাশে তারারা
মিটি মিটি জ্বলে নেভে, তক্ষক ডাকে,
অশ্বত্থ গাছের কোঠরে সাপে প্যাঁচা
পরস্পরের প্রেমে নয়নে নয়ন তারা।
নেউল বেজি কাঠবেড়ালি আপন মনে
প্রজাপতি ডানা গুটিয়ে ঘুমায়, ডালে
শাখা প্রশাখায় পাখিদের বাসায় ঘুমায়।
নদীর পাশে বসে শুনি নদীর বহে যাওয়া
ছলাৎ ছলাৎ শব্দ স্মৃতি রোমন্থনে মমনে
চিন্তনে পরী নূপুর পরা পায়ে পায়ে তালে
তালে পা ফেলে নূপুরের ছন্দ তুলে হেলে
দুলে কে এগিয়ে আসছে আঁধারে আচ্ছন্ন,
অসময়ে টুপটাপ ঝরেছে বৃষ্টি পৌষ মাসে,
শীতার্ত রাতে উষ্ণতা খোঁজার তীব্র বাসনা
দু হাত বাড়িয়ে পরীমনি গভীর আলিঙ্গনে
চুম্বনে আস্বাদন লেহন সবই কল্পনায় রঙে,
রঙিন স্বপ্ন মনে হয় পরী তোমাকে প্রথমে 
দেখা কল্পলোকে কবি রোমন্থনে বিচরণ।

No comments:

Post a Comment