Wednesday, 2 January 2019

ভালোবাসার নৌকা ভেসে চলে

ভালোবাসার নৌকা ভেসে চলে

শ্যামল সোম

ভালোবাসার এই নৌকা চলে ভেসে ভেসে
বাণিজ্যের শত পসরা সাজিয়ে দেশে দেশে,
বহু বছর আগে মুক্ত মুক্তি যুদ্ধের পরিশেষে,
বীর মুক্তিযোদ্ধা তাঁর শক্ত হাতে ধরেন হাল,
লাল সবুজের রঞ্জিত পতাকা উড়েছে পাল।
পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এ নৌকা চলে,
ভেসে উজান স্রোতে বৈঠা ঠেলে দশ কোটি
মানুষ পরস্পরকে শ্রদ্ধা সহমর্মিতা সহানুভূতি,
সাম্প্রতিক সম্প্রীতি উদ্দীপ্ত দেশপ্রেমিক মুক্তি
যুদ্ধের যোদ্ধাদের বংশধর অস্ত্রে দিচ্ছে শান
স্বাধীনতা রক্ষায় সক্ষম,প্রয়োজনে দেবে প্রাণ।
বিশ্ব মাতৃভাষা দিবস, শিক্ষা,স্বাস্থ্য, শিল্প উন্নয়ন,
স্বনির্ভর নারী পুরুষেরা সাম্য নীতিতে উন্মোচন
দেশপ্রেম গর্বিত জনগনের কল্যাণে নিয়োজিত,
প্রাণ শত সহস্র নারী পুরুষ কায়িক মানসিক শ্রম
জেলায় জলে গ্রামে ক্ষেতে সোনার ফসল পরিশ্রম।
মৎস্যজীবি খালে বিলে নদী সমুদ্রে মাছ ধরে শত
ট্রলার গুলান,দেশের ভালোবাসার নৌকা চলে ভেসে।

No comments:

Post a Comment