মৃণাল সেন চলচ্চিত্রকার
শ্যামল সোম
আমার ভীষণ প্রিয় মানুষ বিখ্যাত স্নামধন্য
মৃণাল সেন বাংলাদেশের ফরিদ পুরে জন্ম
যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন
বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী হন, নিজের
জন্মভূমি জন্য গর্ব করতেন, কতবার বলে
ছিলাম দেশ ভাগ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করুন,
উনি অন্য মনস্ক হয়ে যেতেন।
তখনকার দিনে চলচ্চিত্রকার পরস্পর পরস্পরের
প্রতি শ্রদ্ধা ছিলো।
ঋতিক ঘটক নাটক ও চলচ্চিত্রের চিন্তাভাবনার
প্রশংসা করতেন, সত্যজিত রায় লিখেছিলেন
চিত্র বীক্ষণ আমাদের Cine Central Flim club
পত্রিকাতে যদি, সত্যজিত রায় লিখেছিলেন
যদি ঋতিক ঘটক এর অযান্ত্রিক চলচ্চিত্র টি পথের
পাঁচালি আগে মুক্তি পেতো ঋতিক ঘটক
নব ধারার নব পথিকৃত স্রষ্টা সম্মান পেতেন।
মৃণাল সেন চলচ্চিত্র নির্মাণে ভাষা ও ক্যামেরা নিয়ে
বন্দুকের মতন ব্যবহার দেখি কোলকাতা একাত্তর
চলচ্চিত্র চিন্তাভাবনা নির্মিত তাঁর চলচ্চিত্র
বিভিন্ন সাহিত্যের কাণ্ডারী, বনফুল এর
লেখা "ভুবন সোম, " অন্যান্য সাহিত্যিকদের
লেখা খারিজ, ও এই পদাতিক, ইন্টার ভিউ,
কোলকাতা 1971, Trilogy, periodically
সময়কে ধরতে পেরেছিলেন, আকাল আজ ও
রয়েছে ক্ষুধার্ত হাহাকার স্পষ্টই প্রতীয়মান
তাঁর নির্মিত, আকালের সন্ধানে অসাধারণ
অভিনয় করেছিলেন স্মৃতা পাতিল।
মিঠুন চক্রবর্তী অভিনেত্রী আদিবাসীদের
সমস্যা নিয়ে চলচ্চিত্র এই "মৃগয়া,"
জাতীয় পুরস্কার পান সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র
শ্রেষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী।
প্রমেন্দ্র মিত্র বিখ্যাত গল্প " তেলেনি পোকার আবিষ্কার
এই গল্প নিয়ে কাজ করেছিলেন কবি চলচ্চিত্রকার
পুরনেন্দু পত্রী।
মৃলান সেন নির্মান করেন খান্ডহার, বিখ্যাত শিল্পী
নাসির উদ্দিন ও সাবানা আজমি অন্যান্য অনেকে।
জ্ঞানেশ মুখার্জি ত মাধবী মুখোপাধ্যায় অভিনেত্রী
দারিদ্র্য আকাল সময়ের চলচ্চিত্র বাইশে শ্রাবণ
আকাশ কুসুম, এ সৌমিত্র চ্যাটার্জি অপর্ণা সেন,
শুভেন্দু চ্যাটার্জি অভিনয় করেন, Black Comedy.
মৃলান সেন সময়ের সাথে সামাজিক রাজনৈতিক প্রতীক্ষা
নূতন সূর্যোদ্বোয়ের প্রথম আলো আলোয় আলোয় আলোকিত
উদ্ভাসিত হয়ে উঠবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিই
ছিল মৃলান সেনের সিনেমার নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্য শৈলী
চলচ্চিত্র চিন্তাভাবনা নির্মিত তাঁর চলচ্চিত্র কালজয়ী হয়ে থাকবে।
No comments:
Post a Comment