মন মোর মেঘের সঙ্গী
শ্যামল সোম
মনের দুর্দান্ত দুরন্ত রনত গতি আলোর
গতির চেয়েও দ্রুত অসম্ভব দুরন্তপনা
মুহূর্তেই পৌচ্ছে যাই বরিশালে প্রাকৃতিক
পরিবেশে কীতৃন খোলা নদী পারে, বসে
আকাশ কুসুমকল্পনা জল্পনা তুঙ্গে।
হিমালয়ের পাদদেশে বহে যাওয়া,
অলকানন্দা মন্দাকিনী স্রোতে ভেসে
যাওয় অশ্রু নদীর আত্মবিলাপ কাব্যে।
গঙ্গা পদ্মা নদীর কাব্য সেতুর আহ্বানে
মূল লক্ষ্য দুই দেশে সম্প্রীতি সহমর্মিতা
প্রেম ভালোবাসা প্রিয়া কবিতা নন্দিনী
সুন্দরের অতিক্রান্ত উদভ্রান্ত এই আমি।
প্রভৃত মিতালি ভালোবাসার চৈতালী
বন্ধনে সুদৃঢ় করার জন্য লেখা কবিতা
সহজ সরল বাস্তব জীবনে অসংগতি।
দরিদ্র জনগনের কল্যাণে নিয়োজিত প্রাণ
নেই, ভালোবাসা নেই, ভূলুন্ঠিত মানবতা।
দৈনন্দিন সাম্প্রতিক সামাজিক বৈষম্য
অবক্ষয়ের নারী নির্যাতন লাঞ্ছনা অগম্য
প্রবঞ্চনা প্রতারণা থামানো যাচ্ছে না।
পুরুষতান্ত্রিকতা এই সমাজে উদাসীনতা,
বহু পুরুষের হাবভাব স্বভাব নষ্ট চরিত্র
নষ্ট নীড়ে পরকীয়া প্রেমে যেন অতৃপ্ত
বাসনার নিত্য নতুন ছন্দে পরম আহ্লাদে
কাব্য লেখা আর মাঝে মধ্যে ঘরের বউকে
উঠোন প্রাঙ্গনে ফেলে পদাঘাত ঠেঙ্গানো,
কখন অর্ধঙ্গিনীকে সেবাদাসী যৌনদাসী মন্দ
হওয়ার ভয়ে সংসারের কারাগারে, শৃঙ্খলিত
জীবনে বন্দিনী শতসহস্র হতভাগী জননী ।
কাব্য লিখনে মুক্ত বলাকা নিজেকে প্রেমিক
ভাবা অথচ ঘরে নারীদের সাংসারিক শ্রমিক।
নারীদের জীবনের যাবতীয় আশা জলাঞ্জলি,
ভালোবাসার আকাঙ্খা কখন প্রয়াসী নারীর
মন ছুঁয়ে যায় অলস, দুপুরে ঘুঘু ডাকা কাঁঠাল
গাছের, ছায়ায় জুড়ায় একান্ত আপন বিলাপ
মন জীবনের ফেলে আসা স্মৃতি রোমন্থনে হয়।
হে নারী তোমার এই মুক্ত,বলাকা হওয়ার বাসনায়
নারীদের কলমের তীক্ষ্ম শব্দে বিদ্ধ করে যন্ত্রনা।
দেশে দেশে স্বাধীনতা মুক্তি যুদ্ধের অবশেষে
আজ দেশ গড়ার কাজে আত্মনিয়োগ আশু
প্রয়োজন শুধু নারী পুরুষের সমবেত প্রয়াস।
চেষ্টা না করে মুক্ত বলাকা বিভিন্ন কর্ম
চত্বরের বকুল পাখি কেউ কেউ আমাকে আমার
মত থাকতে দাও চিৎকার করে, সুশৃঙ্খল জীবন
থেকে মুক্ত চিন্তা প্রকাশের নামে ধর্ম কর্মে
বিশৃঙ্খলতা করেছেন অনেকে,বাক স্বাধীনতা
সংগ্রামের যোদ্ধা ভাবে নিজেকে নিয়েই থাকা।
তোমাদের এই মুক্ত বলাকা হওয়ার বাসনা
স্বাধীনতা মুক্তি যুদ্ধের শেষে আজ দেশ ভারতবর্ষ
গড়ার কাজে আত্মনিয়োগ না করে মুক্ত
বলাকা বিভিন্ন কর্ম চত্বরের বকুল গাছে বাসায় পাখি
কেউ কেউ আমাকে আমার মত থাকতে দে না,
গান গাইতে গাইতে, দেশ মাতৃকা সেবা আত্মনিবেদন
না করে মুক্ত বিহঙ্গ উড়তে চায় সুনীল আকাশে।
No comments:
Post a Comment