Wednesday, 2 January 2019

ওরা দ্বিজ ধ্বজাধারী

ওরা দ্বিজ ধ্বজাধারী

শ্যামল সোম

কর্তা,জনাব এতই অহংকার
যত সব পুরোহিতদের অনাচার,
বিধান দেওয়ার সময় গোঁসাই
ধরিত্রী মঙলময় প্রভুর সাপুই
অপমান নিজেকে প্রভু মালিক
ভেবে নারীদের শৃঙ্খলিত জীবন
নূপুর,শেকল চুড়িকন্ঠ হার পরণে
দশ হাত কাপড়, লম্বা পোষাকে,
অসতর্ক মুহূর্তে গায়ে বুলোনো
আত্মীয় স্বজন রক্ষক ভক্ষক
তক্ষক সাপের নজর পেলব ত্বক,
মাখনের মতন নধর দেহলতা
আদর করার ছলে ছোবল দেয়।
চুম্বনে চুম্বনে রক্তাক্ত ঠোঁট উষ্ণ
চুম্বন আশায় বুক বেঁধে ঘর বাঁধা
নীড় ছেড়ে বেমালুম বেপাত্তা বর।
বিয়ের আগে প্রেম ভালোবাসায়
শতসহস্র স্বপ্ন আঁকা, নারী অপ্সরী
বিবাহের প্রতিশ্রুতি, তখন অরুন্ধতী,
গর্ভে ধরেছো কি মরেছো হাতভাগী।
ভাতার ভাত দেয় না ভালোবাসার
রঙিন রঙধনু রঙে রাঙিয়ে হৃদয়ে
শেষে নিরীহ নারী বলেকৌশলে ছলে
তিন সত্যি বলে ঘার ধাক্কা কুমারী মা
বাচ্চা কোলে পথে পথে হাঁটছে লাল
বিপথে নিয়ে যাবে কেউ এসে টেনে,
নিয়ে যাবে মুখে গামছা দিয়ে বেঁধে
কিশোরী, তন্বী তরুণী বকুল শিহরিত,
নারীর জীবন পাওয়ার বেদনার ব্যথা,
বহিঃপ্রকাশ নীল কস্ট জ্বলছে পুড়ছে।

No comments:

Post a Comment