সম্প্রীতি
শ্যামল সোম
দুই দেশের সীমান্ত
মনের কাছাকাছি
মুগ্ধ হয়ে যারা রয়েছি
বন্দুক হাতে সৈনিকের
পাহারা দেয় কাঁটাতারের
বেড়া, ডিঙিয়ে মন পদ্মা
নদীর পানিতে সাঁতরে
বাংলাদেশের মানুষের
ভালোবাসার আকর্ষণে,
ঢাকায় একুশের চেতনা
ভাষা দিবসে ছুটে যাই।
গিয়ে দুই বাংলার মিতালি
সমবেত কণ্ঠে গান গাহি।
" আমার ভাইয়ের রক্তে
রাঙানো একুশে ফেব্রুয়ারি "
" আজি বাংলাদেশের
হৃদয় হতে কখন
আপনি ওগো মা, তোমায় "
দেখে দেখে চিত্ত আনন্দে
আপ্লুত পরম আহ্লাদে মন।
প্রাণের কবিদের কাব্য লিখন
পাঠে মগ্নমন এ মন্তব্য করা
ভাষা নেই, ভালোবাসা বন্ধন।
No comments:
Post a Comment