Saturday, 26 January 2019

কবিতার সাথে সহবাস

কবিতার সাথে সহবাস

শ্যামল সোম

পদ্ম পাতায় টুপটাপ শিশির ঝরে,
কবিতা তোমাকে আজও মন পড়ে,
আশৈবের সেই সত্তর বছরের সঙ্গিনী
জননী,রঙিনী  বিষাক্ত শঙ্খচূড়সর্পিনী,
কবিতা আমার শৈশবে খেলার সাথি,
কবিতা আমার কৈশোরের মাতামাতি।
যৌবনে পুষ্প জুঁইফুলের ঘ্রাণ কবিতায়,
সে কস্তুরী গন্ধে,মাতাল মউলের নেশায়।
পঞ্চাশ বছর আগে অলকানন্দার পাড়ে
টাল মাটাল দুলছে সাঁকো শতসহস্র ঝড়ে।
কবিতা নদীর সাথে বেঁধে ছিলেম স্বপ্ন নীড়
সত্তর বছর পরে শত শতসহস্র কবির ভীড়,
আশৈশবের প্রেমিকা কবিতা বিনোদন পণ্য
পাপ পুণ্যহীন কবিতা আজ ধর্ষিতা জঘন্য,
কেউ কেউ হন কবি আত্মমগ্ন জীবনানন্দ।
আজ ও লেখা হয় নগণ্য প্রয়াস ভেসে যায়
অকবিতার ছিন্ন পাতা কাল স্রোতে নর্দমায়।
হাই ড্রনে আবর্জনায় কবিতা পচে গলে যায়।
আজীবন কবিতার সাথে সহবাসের গল্প ভ্রূণ
শব্দ চুম্বনে চুম্বন ওর রক্তাক্ত ঠোঁট, প্রেমে খুন
লাশকাঁটা ঘরে নগ্ন দেহে কবিতা শুয়ে ফাল্গুন।

No comments:

Post a Comment