প্রেমের চিরকুট চিঠি
প্রমিকা মৌমিতা
মৌমিতা স্বপ্ন নয় আমি ফিরছি ফিরে
তোমার ঐ গাঁয়ের বাড়ির পথে ধীরে
সুস্থে রিক্সা চড়ে দুপাশে ধান ক্ষেত দূর
নীল আকাশের বাজে মেঘ খুশির সুরে।
আমার মিতা তুমি আমার ভালোবাসা
কোলকাতা তোমার এত কাছে আশা,
তুমি ভোরের আকাশে জ্বলন্ত শুকতারা
তোমার ঐ প্রেমে পড়ে আমি দিশেহারা।
ভালোবাসা হীন এ জীবনের তীব্র দহণ
যুগল উষ্ণ আলিঙ্গনে চুম্বনে জুড়ায় মন,
জীবনের ঝরাপাতা পাতায় জীর্ণ জীবন,
মনে কোনে জমে থাকা অভিমান প্রবণ
আবেগে আত্মহত্যা পূর্ব মুহূর্তে এ শ্রবণ
আমাকে ফেরায় তোমার অমলিন কথন।
মৌমিতা স্বপ্ন দেখি নদী পাড়ে বসবাস বন্ধন
বাঁধবো প্রেমের কুড়ে ঘরে চাঁদের আলোয়
আলোয় আলোকিত প্রিয় মানুষের প্রণয়।
তুমি আর আমি দুজনে মিলে ভালোবাসায়
আমার তোমার জীবনে ঐ স্বর্গ সুখে উত্তরণ,
চিরস্থায়ী আমাদের মাতাল পরেমের বন্ধন।
ইতি
তোমার আদরের শ্যামল সোম
No comments:
Post a Comment