Tuesday, 15 October 2019

বিবাহের প্রতিশ্রুতি বিনিময়ে সহবাস

সামাজিক নগ্ন অবক্ষয়ের প্রতিবেদন

বিবাহের প্রতিশ্রুতি বিনিময়ে সহবাস ?

শ্যামল  সোম

সে বছর পয়লা বৈশাখের মেলায় দেখা হোল দুজনার
একজনের পরণে নীল বালুচরী নক্সাকাটার
ঘণনীল রঙে রতনের কাঁথা শিল্পের বাহারী রেশমের পাঞ্জাবী,
নীলা তখন অষ্টাদশী তীব্র আবেগ প্রবণ সাংস্কৃতিক মনস্ক
উচ্ছল নীলপদ্ম তন্বী তরুনী দুচোখে  জ্বল জ্বল
কৌতুক হাসলেন ঢোল পড়ছে গালে একটু বেশীই চঞ্চল।
রতনের বয়স তিরিশ ছাব্বিশ মতন নিয়মিতই জীম কথা চেহারা,
নারী মহলে  চাহিদা আছে, সুখের পায়রা কাপ্তেন সৌখিন মেজাজ ঈষৎ মদ্যপ
যুবকচিত সুপুরুষ চোখে মুখে অহংকার, হায়না চোখে লালসা চাটে টোঁঠ।

বকুলতলায় রবীন্দ্রনাথের জন্মদিনে পঁচিশে বৈশাখের ভোরে
বহু দর্শক শ্রোতার ভীড়, প্রেমের কবি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী
আজ যেন ভালোবাসার দিন, বৈশাখের কৃষ্ণচূড়ার গাছে গাছে
প্রেমের রঙে রাঙা রক্ত পলাশ, রঞ্জন এর সাথে রক্ত করবীর নন্দিনী
মধুর মিলনের আজ এসেছে রাঙা প্রভাত।

প্রেমময় ও প্রেমময়ী এ প্রথম সাক্ষাত,  চালচিত্র  আঁকা আছে পল্লি গ্রামে
ছায়া ছবি খরস্রোতা  নদী নিবিড় বনানী, এ হেন  মঞ্চ সজ্জা অকল্পনীয়,
সেই মঞ্চে নীলা, গাহিছে " এসো হে বৈশাখ"।

রতন গান শোনার থেকে গায়িকার রূপ লাবণ্য মসৃণ ত্বক
উজ্জ্বল বর্ণের নিটোল গড়নে দেখে জিব চাটছে, 
লিপ্সা চোখে মুখে, গলা কাঁপিয়ে মেঘমধুর উদাত্ত কন্ঠে রতনের আবৃত্তি,
"আমি গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর হলো সে"
নীলা কন্ঠস্বরে যাদু বলিষ্ঠ সুঠাম দেহের আকর্ষণে
মন্ত্রমুগ্ধ কাব্যের লালিত্য যত না মোহাচ্ছন্না বিগলিত
রতনের পেশীবহুল চওড়া ছাতি দেখে নীলা আরক্তিম
গালে টোল পড়লো।
নীলার  বান্ধবীদের হাসাহাসি শেষে যখন প্রথম পারস্পরিক
পরিচয় পরস্পরের কাছ থেকে ঐ মুঠোফোনের নম্বর দেওয়া
নেওয়া পরে, রতনের মধুর আহ্বানে রেস্তোরাঁতে খানা পিনা
দুজনেই বেসামাল রসবশে বেশ দ্রুতই চললো দুজনার মন নেওয়া দেওয়া পালা।

গদ গদ প্রেম তাল গাছের তাড়ির মতন নেশাচ্ছন্ন ময়ূয়া না ইয়াবা নেশায়
টাল মাটাল গুটি গুটি  পায়ে, গোপনে চলছে নির্জন  নগ্ন দুপুরে গঙ্গার ধারে
কখন বোটানিকেল গার্ডেন ঝোপে ঝরে হাতে হাত চোখে চোখ অপলক দৃষ্টিকোন
থেকে  পরস্পরের কাছাকাছি আসতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে
উঠছে, অমাবস্যা চাঁদের জ্যোৎস্নায় ময়ূরাক্ষী নদীর পাড়ে মাঘ মাসে শীতার্ত
তৃষ্ণার্ত চাতক চালকের একটু উষ্ণতার খোঁজে প্রবল শীতে  ভারা করা কটেজে ঘরে
শুভ্র কোমল বিছানায় পরস্পরের কাছে প্রতিশ্রুত অসাধারণ বিশ্বাস নীলার নীল প্রেমে
বিভোর মোহাচ্ছন্ন বিমোহিত মন প্রথম প্রেম প্রবল বাঁধ ভাঙার বন্যা ভেসে চলছে মোহনায়

বিবাহের প্রস্তাব সর্ত  সাপেক্ষে সে এক অতি আশ্চর্য উষ্ণতা জন্য পরস্পরের 
আকন্ঠ চুম্বনে রক্তাক্ত ঠোঁট ঘণ আলিঙ্গনে লোমশ বুকে না নগ্ন স্তনে গোপন সুখ
সুখের সন্ধানে আত্মসম্মান জ্ঞান বুদ্ধি সম্ভ্রম মান মর্যাদা সব জলাঞ্জলি দিয়ে
পাশবিক মৈথুন সুখ সমুদ্রে সাঁতার ঢেউয়ের আলোড়নে ঝড়ের তান্ডব ভয়ঙ্কর মেঘের গর্জন

অবশেষে ঝিরঝির করে ঝরছে বৃষ্টি ব্যাকুল উদগ্রীব দুটি দেহ গহিন অরণ্যে
রোদন নীলা কাঁদছে প্রথম প্রেম সলজ্জ
চোখে চোখ পড়তেই ভূমিকম্প স্পন্দন আলোড়িত দুজনার
মন পরস্পরের পরিপূরক পরিপূর্ণ স্বাধীন প্রাপ্ত বয়স্ক নরনারী স্বেচ্ছা মিলন।

কে করবে বারণ পরিবার পরিজন আত্মীয় স্বজন চক্ষুশূল
হেলে দুলে নীলা নদীর বহমান স্রোতে ভেসে চলছে সাগরের
মোহনায়, হঠাৎই মোহ ভঙ্গ তিন মাসের ভ্রূণ পরীক্ষার পর
গর্ভস্থ সন্তানের দায়িত্ব পালনে রতনের অস্বীকার যা খুব
স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছেন সবাই মুখে মুখে রসালো আলাপ এর জন্য ঐ সামান্য
বিবাহের প্রতিশ্রুতি এ বিশ্বাসে সহবাস না ঐ ব্যভিচারিনী
নীলার আত্মতৃপ্তি নীরব সন্মতি ছিল ?

পুলিশ অনুসন্ধান জানা গেলো রতনে রতন চেনে বহুগামী
ভোগ বিলাস অপর্যাপ্ত  অর্থ বরাদ্দ কাস্টোমার সার্ভিসে আছে।
নীলা পুলিশের দ্বারস্থ হয়েছেন ডাক্তারের স্মরণাপর্ণ প্রেমের
ফসল নির্মূল করার আশু প্রয়োজন কি আত্মহনন  আত্মগ্লানি
ভারাকান্ত যৌনবতীদের সাথে লাল পাড়াতে ঘর বাঁধবে না
কলঙ্কিনী সকলের মনোরঞ্জন করে জীবন যাপন করবে কিভাবে ?

No comments:

Post a Comment