Tuesday, 15 October 2019

মুখপড়ি তোর ঐ মৌখিক প্রতিশ্রুত প্রেম

মুখপুড়ির তোর ঐ মৌখিক প্রতিশ্রুত প্রেম

শ্যামল  সোম

যার জন্য  এত কষ্ট  এত অশ্রুপাত হতভাগী তার জন্যই এ বিনিদ্র রাত, কত খানি সুখ
সায়রে গহীন অবগাহন,রবি সেনের লোমশ চওড়া বুকে আত্মসমর্পণ  মানবধর্ম বিসর্জন।
প্রভুর চরণে প্রেম না করলি নিবেদন পাপিষ্ঠা লাম্পট্য আড়ালে ছিল মসৃণ সুনিপুণ বলিষ্ঠ
সুঠাম দেহ সৌষ্ঠব বীরত্ব পৌরুষ প্রদর্শন ।

আর্থিক চোরা কারবারি রবি সেনের উপার্জন ঐশ্বর্য বৈভব পরিপূর্ণ সৌখিন পৌরুষের স্বয়ং
অহংকারে প্রোথিত তুই যৌনদাসি বাঁদির জীবন, রূপকথার দামাল পুরুষের শ্রুশ্রসা শয্যাসঙ্গিনী

রাজপুত্র রবিসোনা নৈসর্গিক স্বপ্নীল কাব্য প্রেমে, মসগুল ঢেউয়ের আলোড়ন শিহরণ শীৎকার
ধ্বনি উল্লাস আপ্লুত রক্তের শিরায় ধমনী রবির, আগ্রাসী আকন্ঠ চুম্বনের স্বাদ আহ্লাদিত রমনী
প্রতারিতা প্রতিশ্রুতপ্রেম অমাবস্যা জ্যোৎস্নায় প্লাবিত সে নানা রঙের দিনগুলি তোর রইল না।

ওরে হতভাগী প্রেম ভালোবাসা কাব্যের স্বপ্নের বিভোর মোহাচ্ছন্ন ন্যায় বর্জন  আকাশকুসুম
কল্পনায় কবিতায় কাব্যময় জীবনের আকাঙ্ক্ষা রবি ভালোবাসার ফাঁদে পড়ে তুই আজ ধর্ষিতা
প্রতারনায় অবাঞ্ছিত গর্ভস্থ ভ্রুণ শতসহস্র বেজন্মা
ভরে গেল দেশ দেশান্তর পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত শতসহস্র শরণার্থীদের আত্মবিলাপ
হাহাকার ক্রন্দন নির্যাতন অত্যাচার অসহ্য হিংস্রতার শিকার হচ্ছেন প্রতিনিয়তই শিশু নারী পাচার তোর
রবি মুখোশ ধারি ঐ মাদক ও নারী পাচারকারী মেহেরবান এর অশেষ কৃপা তাই এখন হারানো প্রেম
ভালবাসার গল্পে হাপিত্যেশ চোখে জলে নীল আঁচল ঐ গাছের ফাঁকে তাকিয়ে দেখ ময়ূরাক্ষী নদীর জলে
তোর রবির জলকেলী, কোলে ঝোলে কৃষ্ণকলি তৃষ্ণা।

No comments:

Post a Comment