Monday, 7 October 2019

ঝরে গেছে অকালে

ঝরে গেছে অকালে

শ্যামল সোম

যে গোলাপ ফুলের মতন একটা মেয়ে
ভালোবাসার আঘাতে অকালে ঝরে
গেছে তাঁর খবর কে রেখেছে জানি না।
কত অভিমান, প্রেমিকের বিকৃত যৌন
বাসনায় লালসায় হঠাৎ আকস্মিক সে
আক্রমণে করে চেনা মানুষ অচেনার
কাছে যৌন নির্যাতনে লাঞ্ছনায় দু চোখে
জল বহে যায় সমান্তরাল ভাবে ধর্ষণ চলতে
থাকে, ব্যথা বেদনায় নীল গাঢ নীল মৃত্যু
ডাকে তাকে আয় মেয়ে আয় ফিরে আয়,
রক্ত লালা ভালোবাসার রঙ লালে লাল--
হয়ে যায় নগ্ন শরীর, আত্ম গ্লানি নিয়ে উঠে
বসে মাতৃযোনি রক্তাক্ত অবস্থায় উঠে ধীরে
ধীরে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে রান্নাঘর থেকে
কেরোসিনের জার নিয়ে  বাথরুমে ঢুকে
সারা নগ্ন শরীরে কেরোসিন ঢেলে দেয়
তারপর দেশলাই কাঠি জ্বালিয়ে দেয় মেয়ে।
দাউ দাউ কোরে জ্বলছে আগুন ধরিয়েছে
সে মেয়ে ভালোবাসার আঘাতে আহত হয়ে
অকালে ঝরে গেছে নাম তার নন্দিনী।

মন প্রাণ করে হাহাকারে কিছুই না হওয়ায় বা
হওয়ায় কি বা এসে যায় আমি খুবই গণ্যমান্য
লোক নই, নেই কোন ক্ষতি ক্ষোভ আমার কিছুই
হলোন না যে জলে জ্বলছে আগুন ধরিয়ে গেছি
এবার মানবিকতার জয়গানের মশাল বহে নিয়ে
যেতে হবে পৃথিবী পরিক্রমায় কত আশা ছিলো
কবি সাহিত্যিক হওয়ার হলো না হলো না বৃথা
গেল এ জীবন মেঘ করে মেঘাচ্ছন্ন আকাশ হেথা
হতে ফিরে যেতে হবে পৃথিবী ছেড়ে চলে যেতে ববে।

No comments:

Post a Comment