Monday, 7 October 2019

আমার আদরের মিলা

আমার আদরের মিলা,

শ্যামল কে আজ ,ভুলে গেছো ভুলে যাওয়া অস্বাভাবিক নয়,
কোথায় বাংলাদেশ কতদূর কোলকাতা থেকে মৈত্রী ট্রেনে
বার ঘন্টা লাগে। যখন দেখি দেখি জোছনায় আকাশে পূর্ণিমা
রাতে চাঁদ মনে হয় ঐ আমার বড় আদরের মিলা বলছে " সোম
কেমন আছো ?"
আমি ভালো নেই মন খারাপ করে জ্বরে আক্রান্ত হয়ে মারার মত
শুয়ে আছি তুমি পাশে বসে আমার কপালে জলপটি দিচছো।
সারা গায়ে হাত বুলিয়ে দিয়ে বলছো ঘুমিয়ে পড়, আমি পাশে বসে
আছি, আমি তিনবছর আগে ফিরে যাই তোমাকে পাওয়ার জন্যে
প্রস্তুত হয়ে ঢাকায় থাকা কালিন তুমি এলে আমার ঘরে দুপুরে বৃষ্টি
ঝড় ওঠে বাজ পড়তেই আমাকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপছো।
আমি তোমার লমবা চুলে মুখ গুজে খুঁজছি কারণ ভবিষ্যতের ভাবনা
তোমাকে নিয়ে কোলকাতা পালাবো।
আমার আদরে আদরে গলে পড়ছো অস্থির হয়ে ছটপট করছো।
আমি ধীরে ধীরে তোমার শরীরে সারোয়ার কামিজ অন্তবাস পেনটি
খুলে দিলাম নগ্ন শরীর মেঘলা দুপুরে বৃষ্টি হচ্ছে খুব ইচ্ছে করছে খুব।
তুমি এসো বলে আমার পায়জামা পাঞ্জাবি খুলে জাঙ্গিয়ার খুলে দিতেই
আমার শক্ত লম্বা লিঙ্গ দেখে হাসলে হাতে ধরে আদর করলে মুখে নিয়ে
চুসছো, আমি তোমার যোনিতে জিব দিয়ে চাটছি জিব ঢুকিয়ে দেওয়ায়
তুমি যৌন উত্তেজনায় নকের আঁচড়ে আঁচড়ে কাম উততেজনা বাড়ছে।
নগ্ন স্তনে জিব দিয়ে লেহণ করছি, স্তনে খয়েরি বোটা চুষে স্তন চুষছি।
তুমি যৌন উত্তেজনায় নাকে ঘণঘণ শ্বাস নিতে নিতে বললে, আর পারছি না,
এবার এসো, আমি যোনির গর্তে ধন ঘষতে থাকি তুমি হাত আমার বাঁড়াটা
জোর করে তোমার যোনি ভেতরে ঢোকালে গরম পিচ্ছিল যোনি পথে অশ্বারোহী
মতন ঠাপ ঠাঠিয়ে চলছি তিন বার রাগ মোচন জল ঘসে গেল দুজনে ঘেমে নেয়ে উঠি।
শেষে ঠেলে সড়িয়ে দিলে হাঁফাচছো। ক্লান্ত হয়ে দুজনে পাশাপাশি শুয়ে আছি।
পররদিন অনেক সময় তোমার জন্য অপেক্ষা করছি কোলকাতায় নিয়ে গিয়ে বিবাহ করবো।
হঠাৎ  আকস্মিক মোবাইল ফোন বেজে উঠলো, কাঁদতে কাঁদতে বললে, " সোম তুমি একাই ফিরে যাও।
আমি বাংলাদেশ মা বাবাকে ছেড়ে চলে যেতে পারছি না, ক্ষমা করে দিও,আমি নিরুপমা।"
আমি ব্যথা বেদনায় রাগে দূঃখে এক বোতল মদ কিনে নিয়ে হোটেলের ঘরে এসে মদ গিলতে
গিলতে কাঁদছি।
মিলা আমার আদরের মিলা তোমাকে না পাওয়ার জন্য অপেক্ষা করছি চলে যাচছি দূরে
আফ্রিকায় সংবাদ সংস্থা কাজ নিয়ে।

ভালোবাসা আদর চুম্বন নিও

তোমার হতভাগ্য  শ্যামল সোম।

No comments:

Post a Comment